সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখন বা’জা’রে শুধুই লেহেঙ্গা, কলকাতায় সবথেকে স’স্তা’য় কোথায় পাওয়া যায়? মেয়েরা জেনে নিন

অগ্রহায়ণ মাসের মরশুমে চারিদিকে শুধু বিয়ের সানাই। এরপর আবার মাঘ মাসে রয়েছে একাধিক বিয়ের শুভ দিন। তাই সেই সময় যাদের বিয়ে এই সময়ে তাঁদের শেষ মুহূর্তের প্রস্তুতির পালা। বিয়ের কথা পাকাপাকি হয়ে যাওয়ার পরেই প্রথমে কেনা হয়ে যায় বেনারসি। তারপর বাকি থাকে বিয়ের অন্যান্য অনুষ্ঠানের পোশাক কেনা। যেমন, এখন অনেক পরিবারেই সঙ্গীত অনুষ্ঠানের রীতিতে সেদিন হবু কনে এবং তাঁর নিকটাত্মীয়রা লেহেঙ্গা চোলি পরেন।

আবার হাল ফ্যাশনের যুগে বৌভাতের সন্ধ্যায় অনেক কনে লেহেঙ্গা পরবেন বলে মনস্থির করে রাখেন। আর কলকাতায় এমন অনেক জায়গা আছে যেখানে ব্রাইডাল লেহেঙ্গা কিনতে পাওয়া যায়। কিন্তু অনেকেই একটু সস্তায় ওয়েডিং ফাংশনে পরার মতো লহেঙ্গা সেট নিতে চান। আজকের প্রতিবেদন টি সম্পূর্ণ তাদের সুবিধার্থে।

কনের লেহেঙ্গা:

আজকাল অবাঙালি দের মতো অনেক বাঙালি পরিবারেও মেহেন্দি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন হয়। সেদিন কনে ও তাঁর বন্ধুরা এমনকি অনেক আত্মীয়ও লেহেঙ্গা-চোলিতে সেজে ওঠেন। খুব নিকট আত্মীয়ের বিবাহ উপলক্ষে অনেকেই নতুন লহেঙ্গা-চোলি সেট কিনতে চান। আর তাই ভারী কাজের লেহেঙ্গা বা সুন্দর এমবেলিশড লেহেঙ্গা খোঁজেন অনেকেই।

দুর্দান্ত লেহেঙ্গার সম্ভার:

হাল ফ্যাশনে এমবেলিশড লেহেঙ্গা সুপার ট্রেন্ডিং। ওয়েডিং ফাংশনে পরার জন্যে মনোক্রম্যাটিক লহেঙ্গা-চোলি সেট সবচেয়ে নজরকাড়া। প্যাস্টেল শেডের সিল্ক লেহেঙ্গাও বেশ ট্রেন্ডিং। এছাড়া তাক লাগানো লেহেঙ্গার মধ্যে অন্যতম অরগ্যাঞ্জা ফ্যাব্রিকের সেট। মিরর এমবেলিশমেন্ট কিংবা হ্যান্ড এমব্রয়ডারি করা লহেঙ্গা-চোলিও এককথায় অপূর্ব। আবার নেট ফ্যাব্রিকের উপর ফ্লোরাল মোটিফের লহেঙ্গাও বেশ সুন্দর।

কলকাতার মার্কেটে চোখ ধাঁধানো লেহেঙ্গার কালেকশন:

ব্রাইডাল লেহেঙ্গা সেট পাওয়া যায় এমন অনেক নামকরা মার্কেট রয়েছে কলকাতায়। তারমধ্যে নিউ মার্কেট অন্যতম। হায়দ্রাবাদের চারমিনার এলাকার মার্কেট যেমন তার লেহেঙ্গা মার্কেট ও ব্রাইডাল কালেকশনের জন্য বিখ্যাত, একইভাবে কলকাতাতেও আছে এমন একটি মার্কেট, যেখানকার নানান দোকানে চোখ ধাঁধানো লেহেঙ্গার কালেকশন দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে।

সস্তায় লহেঙ্গা পাবেন কোথায়?:

বড়বাজারের পাইকারি মার্কেটে আপনি যদি লেহেঙ্গা চোলি সেট কিনতে যান, তাহলে সবথেকে সস্তা সেখানেই পাবেন। বড়বাজারের লহেঙ্গা মার্কেট খুবই বিখ্যাত। বড় বাজারের নারায়ণ প্রসাদ বাবু লেনে রয়েছে লেহেঙ্গার পাইকারি দোকান। এছাড়াও শ্রীহরিরাম গোয়েঙ্কা স্ট্রিটেও লেহেঙ্গার পাইকারি দোকান আপনি দেখতে পাবেন।

তাই এবার সঠিক দোকানে ঢুকে পছন্দের লহেঙ্গা বেছে নেওয়া আপনার দায়িত্ব। সেখানে অত্যন্ত সস্তায় আপনি চোখ ধাঁধানো স্টক পেয়ে যাবেন। ২০০-৩০০ টাকা থেকে শুরু করে নানা দামের লেহেঙ্গা সেট রয়েছে সেখানে। তবে রবিবার ছাড়া অন্য যে কোনও দিন যান, কারণ, রবিবার অনেক দোকান বন্ধ থাকে।