সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চুরমার হবে আগের রেকর্ড, দেশে বি’রা’ট পরিমাণ দা’ম বা’ড়’লো সোনা ও রুপার

বুধবার ভারতের বাজারে ১০ গ্রাম সোনার দাম ছাড়িয়ে গেল ৫৫,০০০ টাকার গণ্ডি। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স) সূচকে ১০ গ্রাম হলুদ ধাতুর দাম ১.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫,১৯০ টাকা। অন্যদিকে, বেড়েছে রুপোর দামও।

এমনকি এক কিলোগ্রাম রুপোর দাম ১.৮ শতাংশ বেড়ে ৭২,৬৯৮ টাকায় ঠেকেছে। আপাতত যা পরিস্থিতি, তাতে ভারতে সোনার দাম সর্বকালের রেকর্ডের কাছেই আছে।

২০২০ সালে ভারতে ১০ গ্রাম সোনার দাম ৫৬,১৯১ টাকায় পৌঁছে গিয়েছিল। সেই রেকর্ড স্তরের থেকে মাত্র ১,০০০ টাকা কম আছে হলুদ ধাতু।

আরো পড়ুন: না আ’ছে কোনো সন্তান না আ’ছে স্বামী, এতো টা’কা’র স’ম্প’ত্তির উত্তরাধিকার কে? কি বললেন রেখা?

তবে আশঙ্কা, শীঘ্রই সেই রেকর্ড ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ভারতীয় মুদ্রার নিরিখে আপাতত ৫৩,১৫৪ টাকা থেকে ৫২,৪৫০ টাকায় সমর্থন পাচ্ছে ১০ গ্রাম সোনা।

বাধা পাচ্ছে ৫৫,৪৪০ টাকা থেকে ৫৬,২৪০ টাকায়। এক কিলোগ্রাম রুপো ৬৯,৬৫০ টাকা থেকে ৬৮,৪২০ টাকায় সমর্থন পাচ্ছে। বাধা পাচ্ছে ৭৩,০০০ টাকা থেকে ৭৪,১৮০ টাকায়। বিশ্ব বাজারে বুধবার অটল আছে সোনা।

মঙ্গলবার অবশ্য ১৯ মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছিল হলুদ ধাতু। সেখানে বুধবার এক আউন্স স্পট গোল্ডের দাম দাঁড়িয়েছে ২,০৫৩.৯৯ ডলার।