সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কবিতার ছ’ন্দে বিমানে নি’য়’ম কানুন বলে দি’চ্ছে’ন পাইলট, হা’সি’র রোল এরোপ্লেন জু’ড়ে

সাধারণত বিমানে যাত্রী সুরক্ষার দিকটি পর্যালোচনা করেন বিমান সেবিকারা। কিভাবে সিট বেল্ট বাধবেন, কি করা যাবেনা? কিভাবে বসতে হবে সমস্ত কিছুই জানিয়ে দেন তারা। নির্দিষ্ট একটি কর্মপদ্ধতি অবলম্বন করে যাত্রীদের সুরক্ষার দিকটি নিশ্চিত করেন। আর আকাশের নীল দিগন্তে মানুষের জীবনের ভরসা থাকে একমাত্র বিমান চালকদের উপর।

বিমান ছাড়বার আগে এবার এক পাইলটের অভিনব ভঙ্গি নজর কাড়লো সকলের। সম্প্রতি স্পাইসজেট বিমানে এক পাইলটের এই কায়দা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিমান ছাড়ার আগে যাত্রীদের নানান আদপ কায়দায় তিনি বুঝিয়ে দিলেন অনেক কিছু।

সম্প্রতি ঈপ্সিতা নামের একটি টুইটার একাউন্ট থেকে ভাইরাল হয়েছে এই ভিডিও। ভিডিওতে শোনা যাচ্ছে পাইলট ছন্দ মিলিয়ে কবিতার মত মজার ছলে বিমানের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ও নির্দেশ দিচ্ছেন যাত্রীদের। বিমান ছাড়ার আগে পাইলটের কথায় মুখে হাসি যাত্রীদের। ভিডিওটি ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন।

আরো খবর: মাত্র ৫০০ টা’কা ধা’র চেয়ে হঠাৎ করেই ৫০ লক্ষ টা’কা’র মালিক! পিছনে বি’রা’ট কারণ

যে মানুষটির উপর ভরসা করে নিজেদের জীবন বাজি রেখে কয়েকশা যাত্রী হাওয়ায় মিলিয়ে যান তিনি যখন মজার ছলে যাত্রীদের অনুপ্রেরিত করছেন তখন তা একটু নতুনত্ব হবে বৈকি। অনেকেই এই ভিডিও দেখে লিখেছেন একঘেয়ে বিমান সেবিকাদের ঘোষণা শোনার চাইতে এটা একটু অন্যরকম।

আবার কেউ কেউ লিখেছেন এভাবে যদি বিমান সেবিকা ও পাইলটরা মিলেমিশে কাজ করেন তবে যাত্রীদের মধ্যে সাহস আরো বাড়বে। কেউ কেউ আবার নেতিবাচক কমেন্ট করে লিখেছেন নিজের কাজে মন দাও এসব ছ্যাবলামো না করে। প্রসঙ্গত এই বিমানটি দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।