সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জামাইষষ্ঠীতে রে’ক’র্ড পরিমান ম’দ খে’য়ে পেট ফুলালেন, জানুন কোন জেলা এ’গি’য়ে

জামাই ষষ্ঠী যেদিন জামাইদের কবজি দুবিয়ে খাওয়ার দিন, শাশুড়ি জামাইর আদর করার জন্য বাজারের থেকে সেরা সেরা জিনিসগুলোই কিনে আনেন তাদের রান্নাঘরে এবং সেগুলো কে সুন্দর রান্না করে পরিবেশন করে জামাইয়ের পাঁতে, তবে আজকাল বিভিন্ন রেস্তোরাঁগুলোতে উৎসব অনুষ্ঠানের ওপর ভিত্তি করে অনেক রকম রান্নার ব্যবস্থা করে থাকেন সেই কারণে অনেকেই চান যে তারা ঘরে এই সমস্ত ঝামেলা না করে বাইরে একটা দিন পরিবারের সকলকে নিয়ে গিয়ে পছন্দসই খাবার খাবেন।

এইদিধ বেশিরভাগই বিভিন্ন রেস্তোরাঁগুলিতে দেখা গেছে লাইন দেওয়া ভিড়, শুধুমাত্র যে রেস্তোরাঁয় এই ভিড় দেখা যাচ্ছে তা কিন্তু নয় পাশাপাশি দেখা গেছে মদের দোকান গুলোতে উপচে পড়া ভিড়।

জানা গিয়েছে যে জামাই ষষ্ঠীর দিনে মদ বিক্রির ক্ষেত্রে রেকর্ড ছাড়িয়েছে এই এক দিনে যে পরিমাণ মদ বিক্রি হয়েছে তার পরিসংখ্যান দেখে কপালে হাত আবগারি দপ্তরের আধিকারিকদের নিউ ইয়ার গুলিতে সবসময় মদের চাহিদা একটু বেশি থাকে, কিন্তু এইবার দেখা গেছে রে জামাই ষষ্ঠীর দিনে ঐ মদ বিক্রির পরিমাণ ক্রমশই বেড়ে চলেছে।

আরো পড়ুন: পাকিস্তানের প্রাক্তণ সেনাশাসকের মৃ’ত্যু নিয়ে দিনভর চ’ল’লো নাটক, তিনি কি জী’বি’ত না মৃ’ত?

সবথেকে বেশি এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর সেখানকার পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে যে এই জামাই ষষ্ঠীর দিনে মদ বিক্রির রেকর্ড ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে।

আবগারি দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে যে বর্ষবরণ এবং বড়দিনে মদের চাহিদা থেকেই থাকে কিন্তু এই দিনগুলিতে যে পরিমাণ মদ বিক্রি হয় তার থেকেও বেশি এইবারে মদ বিক্রি হয়েছে জামাই ষষ্ঠীর দিনে।

একপ্রকার রেকর্ড ছাড়িয়েছে পরিসংখ্যান অনুযায়ী, জানা গেছে পূর্ব মেদিনীপুরে জামাইষষ্ঠীর দিন লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে মোট মদ বিক্রি হয়েছে ৪ কোটি ৪০ লক্ষ ৭৫ হাজার ৮০৫ টাকার অন্যদিকে দেশী মদ বিক্রি হয়েছে ৮৫ হাজার ২৩ লিটার এবং বিদেশী মদ বিক্রি হয়েছে ২৭ হাজার ৭৬৬ লিটার শুধুমাত্র মদ বিক্রির ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর নয় তার সঙ্গে কোচবিহারে ও যথেষ্ট রেকর্ড ছাড়িয়েছে।