সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের বি’স্ফো’র’ক ইলন মাস্ক, র’হ’স্য’ম’য় মৃ’ত্যু নিয়ে টুইট করলেন সংস্থার মালিক

প্রান সংশয় প্রকাশ করে একটি টুইট করেছেন টেসলার সিইও ইলন মাস্ক। তিনি সম্প্রতি একটি টুইট করেছেন এবং যেখানে লিখেছেন “তাঁর মৃত্যু হবে একটি রহস্যময় পরিস্থিতিতে”।

সম্প্রতি ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটারকে কিনে নিয়েছেন এবং যেটি ভারতীয় মুদ্রায় মূল্য প্রায় ৩ লক্ষ ৩০ হাজার ৭৭২ কোটি ৫২ লাখ টাকা।

এর পরে হঠাৎই তিনি কেনই বা টুইট করে প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন, তাঁর করা সেই টুইটে তিনি লিখেছেন,” যদি আমার কোনো রকম রহস্যময় পরিস্থিতিতে মৃত্যু হয়, তবে সেটা জেনে ভালো লাগছে”।

আরো পড়ুন: উত্তরাখণ্ডে একাধিক রেল স্টেশন ও’ড়া’নো’র হু’ম’কি!

যদিও এই টুইটটি করার আগে তিনি আর একটি রাশিয়ান আধিকারিকের পোস্ট শেয়ার করেছিলেন নিজের টুইটারে এবং শেয়ার করা ওই পোস্টটিতে সেই আধিকারিক লিখেছিলেন, “ইউক্রেনে সেনা এবং অস্ত্র পেন্টাগন পাঠাচ্ছেন এই সেনা ও অস্ত্র পাঠানোর পিছনে রয়েছেন ইলন”।

এই গোটা ব্যাপারটিতে ওই আধিকারিক আরও লিখেছেন,” আপনি যতই বোকা সাজার চেষ্টা করুন না কেন, এই সমস্ত কিছুর জন্য আপনি একমাত্র দায়ী”।

ইলন মাস্কের পরপর দুটি পোস্ট শেয়ার করার ফলে প্রশ্ন জেগেছে তালে কি রাশিয়া ইলন মাস্কের হত্যা করার চেষ্টা করছে? যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ফেব্রুয়ারীতে একটি উপগ্রহের মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করেছিলেন ইলনের সংস্থা স্পেস এক্স স্টারলিনক, এই কারণেই রাশিয়াকে তাহলে মনে করছে যে ইউক্রেনকে অস্ত্র এবং সেনা দিয়ে সাহায্য করছে ইলন মাস্ক?

যদিও ইলন মাস্ক এই বিষয় নিয়ে কোনো মন্তব্য না দিয়ে থাকলেও তাঁর এই দুটি পোষ্টের মাধ্যমে কিছুটা হলেও সন্দেহ তৈরি হচ্ছে।