সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের একমাত্র নদী, জলে নামলেই পাওয়া যা’য় সোনার কণা! ঘু’রে আসুন একবার

এক কথায় ভারতে নদীর সংখ্যা গুনে শেষ করা যাবে না এই কারনেই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। সমস্ত নামকরা নদীগুলোর কিছু না কিছু বিশেষ ধর্মীয় মত অনুযায়ী গুরুত্ব রয়েছে, তবে আমাদের দেশে এমন অনেক নদী আছে যেগুলোর নিজস্ব কিছু বিশেষত্ব রয়েছে। ভারতে এমন একটি নদী রয়েছে যেখান থেকে পাওয়া যায় সোনা, এবং সেই কারণেই এই নদীকে বলা হয় স্বর্ণরেখা নদী।

এই নদীটি বয়ে গেছে ঝাড়খন্ড থেকে। জানা গেছে যে ঝাড়খণ্ডের এমন কিছু নদী রয়েছে অথবা জায়গা রয়েছে যেখানে সেখানকার মানুষেরা ভোরের দিকে বেরিয়ে যায় নদীতে এবং সেখানে এই গোটা দিন ধরে সংগ্রহ করে সোনার কনা।

এই নদীটি পশ্চিমবঙ্গ ঝাড়খন্ডে উড়িষ্যার মধ্য দিয়ে বয়ে গেছে এবং এই নদীটির প্রধান উৎস হল যার খন্ডের রাঁচি। এই নদীটির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব হলো উৎস স্থল থেকে এই নদীটি প্রভাবিত হলেও অন্য কোন নদীর সঙ্গে না মিশে, একেবারেই মিশেছে বঙ্গোপসাগরের সাথে।

এই নদীটির নিয়ে অনেক গবেষকরাই গবেষণা করছেন বহুদিন ধরেই, এবং গবেষণা করে দেখা গেছে যে এই নদীটির মধ্যে থেকে পাওয়া যায় অনেক সময় সোনার কনা।

আরো পড়ুন: কিছুদিন পরেই শিবরাত্রি, এই কা’জ ভুলেও করবেন না ওইদিন, রু’ষ্ট হবেন ভোলানাথ

এই স্বর্ণরেখা নদীটির বিশেষত্ব হলো এর জলে প্রবাহিত হয় সোনা। কিন্তু এই সোনা এই নদীতে কিভাবে আসছে সে বিষয়ে এখনো কোনো মতামত দিতে পারেনি গবেষকরা।