সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিছুদিন পরেই শিবরাত্রি, এই কা’জ ভুলেও করবেন না ওইদিন, রু’ষ্ট হবেন ভোলানাথ

আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই মহাদেবের আরধনায় গোটা এিলোক মাতবে। শিবরাত্রির পুণ্য তিথিতে মহাদেবের আরাধনা করবে সকলে। তবে এই শিবরাত্রির ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম-নীতি রয়েছে যেগুলো মেনে পুজো করলে কখনোই রুষ্ট হবেন না মহাদেব।

ভোগের আয়োজন থেকে শুরু করে পূজার সাজ সরঞ্জাম সমস্ত কিছু দিকে দিতে হবে বিশেষ নজর। শিবের পূজার ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম-নীতি মেনে পুজো করতে হবে, সেই সমস্ত নিয়ম মেনে পূজো করলে মহাদেব খুশি হবেন।

শিবরাত্রির বিশেষ দিনে শিবলিঙ্গতে চন্দনের প্রোলেপ অনেকেই দেন কিন্তু পুরাণ অনুযায়ী বলা হয় যে মহাদেব বেশি আনন্দ পাবেন যদি তাকে মাখানো হয় ভস্ম। তবে পুরান অনুযায়ী বলা হয়েছে যে শিবরাত্রির এই বিশেষ দিনে শিবলিঙ্গে ভুল করেও যেন কখনো না ঢালা হয় হলুদ জল।

আরো পড়ুন: ফাদার অফ অ’ল বম্বস ব্যবহার করতে চাইছে রাশিয়া! দা’বি ক’রা হচ্ছে রিপোর্টে

পুরাণ অনুযায়ী কথিত আছে শিবলিঙ্গ পুরুষ যৌনাঙ্গ হিসাবে ধরা হয়,তাই তাকে শান্ত রাখার জন্য জল, দুধ,চন্দন দেওয়া হয়। কথিত আছে যে হলুদ হলো সৌন্দর্যের প্রতীক এবং যেটা থেকে মহাদেব অনেক দূরেই থাকেন এবং খুব সাধারন এক ধরনের জীবন তিনি কাটান , বাঘের ছাল থাকে তার পরনে এবং গোটা শরীরে থাকে ভস্ম। আত্মভোলা মহাদেবের আর এক নাম ভোলেবাবা।