সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই দেশের বৃদ্ধরা নিচের ইচ্ছেতেই কা’রা’গা’রে যে’তে চান!

জীবনযাত্রা যত উন্নত হয়ে উঠছে ততই যেন মানুষ একা হয়ে যাচ্ছে। ছোটবেলা অথবা তারুণ্য তবুও উপভোগ করা গেলেও মানুষ যত বৃদ্ধ হয়ে যাচ্ছে তত একা হয়ে যাচ্ছে। একা হয়ে যাও বৃদ্ধরা, কারাগারে যাবার অভিনব কৌশল খুঁজে বার করছে এমন একটি দেশ রয়েছে আমাদের এই পৃথিবীতে।

যে সমস্ত মানুষের বয়স ৬৫ বছর বা তার বেশি তারা অনিচ্ছাকৃত অপরাধ করছেন কারণ তারা কারাগারে যেতে চান। কারাগারে যেতে গেলে আইন ভঙ্গ করতে হয় এটা আমরা সকলেই জানি এবং আইন ভঙ্গ করার জন্য বিভিন্ন অপরাধ করার চেষ্টা করছেন বয়স্করা।

এই দেশের নাম জাপান। এই দেশের বৃদ্ধরা কারাগারে যেতে চান বিনা খরচে একটি ভালো থাকা এবং খাওয়া খুঁজে পাওয়ার জন্য। সঙ্গে অবশ্যই সঙ্গী দরকার।

হিরোশিমার একটি বাড়িতে বসবাস করেন এমনই একজন বয়স্ক ভদ্রলোক যার নাম তোষিও ভাকাতা। ৬৯ বছর বয়সী এই বয়স্ক কারাগারে যাবার জন্য নিজে একটি বুদ্ধি বের করেছিলেন।

আরো পড়ুন: সবচেয়ে অ’দ্ভু’ত ট্র্যাফিক আইন! গাড়িতে পুরানো ‘অ”ন্ত”র্বা”স’ ব্যবহারে দিতে হ’বে জরিমানা

রাস্তার পাশ থেকে একটি বাইসাইকেল নিয়ে সেটি সোজা পুলিশের কাছে নিয়ে গিয়ে হাজির হন। সেখানে গিয়ে তিনি বলেন এটি তিনি চুরি করেছেন। জাপানে যেহেতু ছোটখাটো চুরির বিষয়গুলিকে বেশ গুরুত্বপূর্ণ সহকারি দেখা হয় তাই এই সুযোগ হাতছাড়া করেনি ওই বৃদ্ধ।

প্রথম অপরাধ থেকে মুক্তি পেলেও দ্বিতীয়বার তিনি আবার অপরাধী জড়িয়ে পড়েন কারণ তিনি বারবার কারাগারে যেতে চাইছিলেন। দ্বিতীয়বার একটি পার্কে গিয়ে কয়েকজন নারীকে ছুরি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন। উদ্দেশ্য ক্ষতি করা নয় উদ্দেশ্য ছিল শুধুমাত্র কারাগারে যাওয়া।

জাপানের মানুষ ভীষণভাবে আইন মেনে চলেন তাই যারা অপরাধ করছেন তাদের বয়স 65 বছরের ঊর্ধ্বে। ১৯৯৭ সালে প্রতি ২০ জনের মধ্যে একজন অপরাধী ছিলেন ৬৫ বছরের উর্ধ্বে কিন্তু এখন প্রতি পাঁচজনের মধ্যে একজন ৬৫ বছরের উর্ধ্বে রয়েছেন।

জাপানি যে সমস্ত অঞ্চলে অর্থনৈতিক সুযোগ সুবিধা কম সেই সমস্ত জায়গায় তরুণরা তাদের পরিবার ছেড়ে উন্নত জায়গায় চলে যাচ্ছেন। পড়ে থাকছেন পেনশন ভোগি বৃদ্ধ বৃদ্ধারা।

বৃদ্ধরা অনেক বেশি একা হয়ে যাচ্ছেন এবং এই একাকীত্ব সহ্য না করতে পেরে তারা অপরাধ করার চেষ্টা করছেন কারণ তাদের দরকারে সঙ্গী এবং দুবেলা খাওয়া থাকার জায়গা।