সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবচেয়ে অ’দ্ভু’ত ট্র্যাফিক আইন! গাড়িতে পুরানো ‘অ”ন্ত”র্বা”স’ ব্যবহারে দিতে হ’বে জরিমানা

সড়কে চলাচল করার জন্য বেশ কিছু নিয়ম আমাদের অনুসরণ করতে হয়। কিন্তু যানবাহন নিয়ন্ত্রণ এবং গাড়ির মালিকের দায়বদ্ধতা ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে এমন কিছু সড়ক আইন রয়েছে যা ভীষণভাবে অদ্ভুত। চলুন জেনে নিই এমন কিছু অদ্ভুত নিয়ম কানুন সম্পর্কে যা এতদিন আপনাদের কাছে ছিল অজানা।

পথে তেল ফুরালে জরিমানা দিতে হবে: জার্মানির অটোবানে হাইওয়ে পথে জ্বালানি শেষ হয়ে গেলে আপনাকে জরিমানা দিতে হয়।। এইভাবে অপ্রয়োজনীয় ভাবে গাড়ি থামানোকে সেখানে অপরাধ হিসেবে ধরা হয়।

খেতে খেতে গাড়ি চালালে জরিমানা: ড্রাইভিং করার সময় যদি আপনার কোন ভাবে খিদে পায় সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই কিছু কিনে খাবেন এটাই খুব স্বাভাবিক, কিন্তু এমন কাজ করলে সাইপ্রাসে আপনাকে দিতে হতে পারে জরিমানা। গাড়ি চালানোর সময় হাঁটুর উপর খাবার রাখা আইনগত অপরাধ সেই দেশে।

আরো পড়ুন: মেদ ঝ’রা’তে রোজই গরম জ’ল পা’ন করছেন? কিন্তু কোনো কা’জ হচ্ছে কি?

পথ না জেনে রাস্তায় নামলে জরিমানা: যেকোনো অচেনা গন্তব্য মাথায় রেখে যদি আপনি গাড়ি চালান সে ক্ষেত্রে কিন্তু একটু সিদ্ধান্ত চিন্তাভাবনা করে নিতে হবে যদি আপনি মার্কিন যুক্তরাষ্টে থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় আপনি যদি গন্তব্য না জেনে রাস্তায় বের হন তাহলে আপনাকে জরিমানা দিতে হতে পারে।

ময়লা গাড়ি ব্যবহার করলে জরিমানা: আমাদের ভারতবর্ষে এমন অনেক সময় হয় দিনের পর দিন গাড়ি পরিষ্কার করা হয় না কোন না কোন কারনে। কিন্তু রাশিয়ার এমন একটি ট্রাফিক আইন আছে যেখানে আপনি যদি পরিষ্কার গাড়ি না নিয়ে বের হন তাহলে আপনাকে জরিমানা দিতে হতে পারে।

গাড়িতে বসে অভিশাপ দিলে কারাদণ্ড: গাড়ি চালানোর সময় কোন ভাবে চিৎকার করা বা কাউকে খারাপ গালিগালাজ করলে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরি ল্যান্ডে আপনাকে দিতে হতে পারে ১০০ মার্কিন ডলার জরিমানা অথবা ৯০ দিনের কারাবাস হতে পারে আপনার।

জামা ছাড়া গাড়ি চালালে জরিমানা: থাইল্যান্ডে গাড়ি চালানোর সময় যদি আপনার শরীরে জামা না থাকে সেক্ষেত্রে আপনাকে জরিমানা দিতে হতে পারে।

নম্বর প্লেটের শেষ সংখ্যা যদি এক বা ২ হয় তাহলে গাড়ি চালানো নিষেধ: ফিলিপাইনের ম্যানিলায় সোমবারের দিন আপনি যদি গাড়ি চালান সে ক্ষেত্রে আপনাকে নজর দিতে হবে আপনার গাড়িতে যাতে এক বা দুই সংখ্যা না থাকে। আপনার গাড়িতে যদি এক বা দুই সংখ্যা থাকে তাহলে আপনাকে জরিমানা দিতে হতে পারে।

গাড়িতে পুরনো ‘অ’ন্ত’র্বা’স’ ব্যবহার করলে জরিমানা: অবিশ্বাস্য হলেও এটা সত্যি মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্স কোতে গাড়ি ধোয়ার পর পুরনো আন্ডারওয়ার অথবা ‘অ’ন্ত’র্বা’স’ দিয়ে যদি গাড়ি মোছা হয় সেক্ষেত্রে ট্রাফিক আইন ভাঙ্গা হয় বলে মনে করা হয়।

চালক মাতাল হলে যাত্রী জরিমানা: মদ্যবান করে গাড়ি চালানো আইনগত অপরাধ আমরা সকলেই জানি কিন্তু জাপানের ট্রাফিক আইন অনুযায়ী চালক যদি মাতাল হয় সে ক্ষেত্রে যাত্রীকে জরিমানা দিতে হবে।

আরো পড়ুন: কোনো স্ত্রী যদি মঙ্গলসূত্র খু’লে রাখেন তবে তিনি কেমন মহিলা? ডি’ভো’র্স মা’ম’লা’য় ব’ড়ো রায় আদালতের

হেডলাইট বন্ধ করলে জরিমানা: সুইডেনে ২৪ ঘন্টা গাড়ির হেডলাইন চালানোর নিয়ম আছে। শীত গ্রীষ্ম বর্ষ অথবা যেকোনো পরিস্থিতিতে আপনাকে হেড লাইট জ্বালিয়ে রাখতে হবে না হলে আপনাকে জরিমানা দিতে হবে।

গাড়ির নিচে কেউ আছে কিনা না দেখে যদি স্টার্ট দেন তাহলে জরিমানা: ডেনমার্কের গাড়ি স্টার্ট দেওয়ার আগে আপনাকে গাড়ির নিচে দেখে নিতে হবে কোন অবলা জীব অথবা কোন মানুষ লুকিয়ে রয়েছে কিনা। এমনটা না করলে আপনাকে সাজার সম্মুখীন হতে হয়।

রাস্তার বৃষ্টি কাদার জল পথচারীর গায়ে লাগলে জরিমানা: জাপানি রাস্তার বৃষ্টির জল যদি কোন পথচারীর গায়ে লাগে তাহলে সেক্ষেত্রে জরিমানা দিতে হয় চালককে। তবে এই সমস্ত ট্রাফিক আইন উদ্ভট মনে হলেও এগুলি কিন্তু ভীষণভাবে উপকারী। আমাদের ভারতবর্ষে যদি এমন আইন চালু করা হয় তাহলে পথদুর্ঘটনা এবং বহু সমস্যা অচিরেই মিটে যায়।