সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঢুকে গেলো বর্ষা, বাংলা জুড়ে জারি থাকবে বৃষ্টিপাত

মৌসম ভবনের কথা মতোই বর্ষা তাঁর খেলা দেখাচ্ছে। এবার যে বর্ষা সময়ের আগেই ভারতে প্রবেশ করবে সেটা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর।

সেই কথা মতোই বাধ্য ছেলে হয়ে গতকাল মৌসম বায়ু বঙ্গোপসাগরীয় শাখা মিজোরাম নাগাল্যান্ড ও মণিপুরের একাংশে প্রবেশ করেছে। সময়ের সাথে সাথে মৌসম বায়ুর এভাবে এগিয়ে আসা বর্ষার ঘনঘটাকে আরও বেশী দৃঢ় করে তুলছে।

উত্তরপূর্ব ভারতের কথা যদি বলা হয়, সেখানে ২ রা জুন বর্ষা প্রবেশ করে থাকে। এবারও তাঁর অন্যথা হয় নি। একেবারে নির্ধারিত দিনেই সে প্রবেশ করেছে। স্বাভাবিকভাবেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে উত্তর পূর্ব ভারতে।

আরো পড়ুন: রান্নাঘর থেকে তার টেনে নি’য়ে ব্যাটারি চা’র্জ! হাসপাতালে বিল পৌঁছালো ৮৪ লক্ষ টা’কা’র

বর্তমানে যে খবর পাওয়া যাচ্ছে, সেখানে বলা হচ্ছে চলতি সপ্তাহের শেষেই নাকি বর্ষা প্রবেশ করবে উত্তরবঙ্গে। বর্ষা প্রবেশ করার আগেই বঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন ধারায় বৃষ্টি হয়েছে। যার কারণে আরও জলীয় বাষ্প প্রবেশ করেছে সমুদ্র থেকে।

পাহাড়ের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বর্ষণের খবরও মিলেছে। আগামী ২ দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে উত্তরবঙ্গে, এটা যে আসলে বর্ষার আগমনের সংকেত, সেটা স্পষ্ট।

এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। এদিকে ৮ ই জুন কলকাতায় বর্ষা প্রবেশ করার খবর মিলছে। এখন সেই নির্ধারিত দিনে বর্ষার প্রবেশ, তা কতটা সার্থক হয় তা সময় বলবে।