সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রান্নাঘর থেকে তার টেনে নি’য়ে ব্যাটারি চা’র্জ! হাসপাতালে বিল পৌঁছালো ৮৪ লক্ষ টা’কা’র

হাসপাতালে বিদ্যুৎ বিল আচমকা চড়চড়িয়ে বাড়ছে! বিল মেটাতে গিয়ে কার্যত মাথায় হাত হাসপাতাল কর্তৃপক্ষের। তারপর যখন তদন্ত করা হলো তখন তদন্তে যা উঠে এল তাতে চক্ষুচড়কগাছ হল কর্তৃপক্ষের।

হাসপাতালে রান্না ঘরের জানালার ফাঁক দিয়ে তার বের করে নিয়ে গিয়ে টোটোর ব্যাটারি চার্জ হয়! পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে এমনই ঘটনা ঘটেছে।

হাসপাতালের বিদ্যুৎ চুরি করার অপরাধে ওই টোটো চালককে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে হাসপাতালের রোগীদের দিনের-পর-দিন নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে।

আরো পড়ুন: কাশ্মীরি পন্ডিতদের নিয়ে চি’ন্তি’ত স্বরাষ্ট্রমন্ত্রী, ব’ড়ো পদক্ষেপ নি’তে অজিত দোভালের স’ঙ্গে বৈঠক

মাছের বদলে দেওয়া হয় ডিম এবং অনেকের পাতে আবার পড়ছে পচা ডিম। হাসপাতালে খাবার সরবরাহকারী ঠিকাদার সংস্থা দাবি করছে বাজারে মাছ পাওয়া যায় না বলে ডিম দেওয়া হয়।

গত তিন মাসে কাটোয়া মহকুমা হাসপাতালে বিদ্যুৎ খরচ বাবদ 84 লক্ষ টাকার বিল এসেছে! এরপরই কার্যত নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। কোথায় কোথায় বিদ্যুতের অপচয় হচ্ছে তা খতিয়ে দেখতে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এরপর জানা‌ যায় রান্নাঘর থেকে বিদ্যুৎ চুরি হচ্ছে। টোটোর ব্যাটারি চার্জ হচ্ছে। তারপর ওই টোটো চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই টোটোটি হাসপাতালে খাবার সরবরাহকারী ঠিকাদার সংস্থার টোটো বলে জানা যাচ্ছে।

হাসপাতালের রোগীদের খাবার সরবরাহ করা হয় এই টোটো ব্যবহার করে। তাই হাসপাতাল থেকে চার্জ হয় এটি। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কানে পৌঁছেছে এই খবর। ওই সংস্থাকে সতর্ক করা হয়েছে। ঠিকভাবে কাজ না করলে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।