সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার মেঘালয়ে যে’তে চ’লে’ছে তৃণমূল, মে মাসে যা’চ্ছে’ন অভিষেক ব্যানার্জি

ইতিমধ্যেই এখন বিধানসভা নির্বাচনের জন্য পাখির চোখ রয়েছে ত্রিপুরার দিকে। অন্যদিকে উত্তর-পূর্বে ও নিজেদের জায়গা মজবুত করতে প্রস্তুত ঘাসফুল শিবির।

অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয় ৩ এবং ৪ তারিখে যাচ্ছেন। খবর সূত্রে জানা গেছে যে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে দুদিন উপস্থিত থাকবেন নিজেদের জায়গা মজবুত করার জন্যই।

আগামী বছর মেঘালয়ের বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে তৃণমূল অংশগ্রহণ করবে। ২০২১ সালের বিধানসভা ভোটে গোটা রাজ্যের আনাচে কানাচে জোড়া ফুল।

তবে তৃণমূলের এখন চেষ্টা রাজ্যের বাইরেও নিজেদের অস্তিত্বকে ছড়িয়ে দিতে। ত্রিপুরা, গোয়া এরপর মেঘালয় নিজের অস্তিত্বকে জোরালো করতে পারি দিতে চলেছে তৃণমূল।

আরো পড়ুন: কাউকে দরকার নেই স’ঙ্গে নেওয়ার! একাই উত্তরবঙ্গ ঘু’রে নিন মা’ত্র ৪ হাজার টা’কা’য়

মেঘালয় ইতিমধ্যেই বিরোধী শক্তিশালী দল হিসেবে গণ্য করা হয়েছে তৃণমূলকে। ইতিমধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন একাধিক তৃণমূল বিধায়ক।

জানা গেছে মেঘালয় ৬০ টি আসনের মধ্যে বিধানসভার ভোট এ এন ডি এর হাতে গেছে ৪০ টি আসন, অন্য ১৮ টি আসন গেছে কংগ্রেসের কাছে। তবে ১২ জন কংগ্রেস নেতা যোগ দিয়েছেন তৃনমূলে, মনে করা হচ্ছে যে মেঘালয় এখন বিরোধী দল রূপে রয়েছে তৃণমূল।

মেঘালয়ের বিধানসভার স্পিকার এই বিষয়ে জানিয়েছেন, ইতিমধ্যেই ১৮ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ১২ জন যোগ দিয়েছেন তৃণমূলে।

আরো পড়ুন: প্র’য়া’ত হলেন প্রখ্যাত বাঙালি, চিকিৎসক মহলে শো’কে’র পরিবেশ

অন্যদিকে তৃণমূলে যোগ দেওয়ার পরবর্তীকালে মুকুল সাহা জানান, ইতিমধ্যে কংগ্রেস দল বিরোধী শক্তি হিসেবে একেবারেই ব্যর্থ। পরবর্তীকালে তৃণমূলের অস্তিত্বকে আরো শক্তিশালী করতে মেঘালয় অভিযান চালাতে চলেছেন অভিষেক।