সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জানেন কি একসময় দাদা মুকেশ আম্বানির থেকেও বে’শি ধনী ছিলেন অনিল

আজ যে রাজা, কাল সে ফকির! আজ থেকে প্রায় 10 বছর আগে মুকেশ আম্বানির থেকেও ধনী ছিলেন অনিল আম্বানি। তবে সময় কারোর সমান যায় না। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মুকেশ আম্বানির ধন ভান্ডার। সেই একই গতিতে ব্যাংক ব্যালেন্স কমতে কমতে অনিল আম্বানি আজ কর্পদক ষশূন্য হয়ে পড়েছেন।

চিনা ব্যাংকাররা ভারতের এককালীন শিল্পপতিকে অর্থ ফিরিয়ে দেওয়ার নির্দেশ পাঠিয়েছে। কিন্তু তিনি টাকা দেবেন কোত্থেকে? তার কাছে আজ একটা টাকাও নেই। চীনে রিলায়েন্স কমিউনিকেশন ডিফল্ট নিয়ে ঝড় উঠেছে। চীনের একাধিক ঋণপ্রদানকারী অনিল আম্বানি বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগ এনেছেন। ধীরে ধীরে বিশ্ববাজারে কোণঠাসা হয়ে পড়ছেন তিনি।

গত বছর তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ এনেছে চিনা সংস্থা। এরপর থেকেই কার্যত বিভিন্ন ঋণ প্রদানকারী সংস্থা অর্থ ফেরতের জন্য চাপ দিতে থেকেছে। অনিল আম্বানি এর পর ব্রিটিশ কোর্টকে একটি জবানবন্দি দিয়ে জানিয়েছেন বর্তমানে তার ব্যাংক ব্যালেন্স বলতে কিছুই নেই।

তিনি জানিয়েছেন তার শেয়ার হোল্ডিং বর্তমানে 82.4 মিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। তিনি জানিয়েছেন তার মোট সম্পত্তি এখন শুন্য। উল্লেখ্য 2006 সালে যখন মুকেশ আম্বানি এবং অনিল আম্বানি আলাদা হন তখন মুকেশ আম্বানির থেকে 550 কোটি টাকার বেশি সম্পত্তি ছিল অনিল আম্বানির হাতে। এরপর বিগত এক বছর ধরে তার সম্পত্তির পরিমাণ পাল্লা দিয়ে কমেছে। অন্যদিকে ফুলে-ফেঁপে উঠেছেন মুকেশ আম্বানি।