সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মোদি বি’রো’ধি’তা করতে গিয়ে অশোক স্তম্ভকে নিয়ে বি’রূ’প ম’ন্ত’ব্য, নেটিজেনদের রো’ষে’র মুখে দেবাংশু

আমেরিকা সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিনি বিভিন্ন দেশের নেতাদের সাথে দেখা করবেন। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তাদের সঙ্গে দেখা করার পাশাপাশি তিনি রাষ্ট্রসঙ্ঘের মহাসভাতে ভাষণ দেওয়ার জন্য যোগ দেবেন।

আমেরিকায় যে সমস্ত কম্পানি গুলি রয়েছে সেগুলোর সিইওদের সাথে সাক্ষাত করার কথা রয়েছেন তার। আমেরিকা সফরে যে, তিনি যাচ্ছেন সেটারই ঝলক দেখা গেল টুইটারে। তিনি তার বিমানে যাওয়ার সময় একটি ছবি শেয়ার করেছেন টুইট করে। শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের জায়গাতে বসে কিছু কাজের ফাইল খুব মন দিয়ে দেখছেন।

ওই ছবিটি টুইট করে সেখানে তিনি লেখেন, “অনেকদূর যাত্রাতে ফাইলগুলি খুব ভালোমতোই দেখার সময় হয়”। বুধবার দিল্লি এয়ারপোর্ট থেকে তিনি বিমানে করে আমেরিকায় যাত্রা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে যে ছবিটি শেয়ার করেন সেটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে, এই ভাইরাল হওয়া ছবিটিতে টুইটার ব্যবহারকারীরা নানান রকম কমেন্ট করছেন। কেউ ভাল বলছেন, কেউ আবার ট্রোল করছেন।

https://www.facebook.com/narendramodi/photos/a.10156627257580165/10165740107405165/?type=3

সমস্ত কমেন্টগুলোর মধ্যে একটি কমেন্ট যথেষ্ট চোখে লাগার মত। ওই কমেন্ট গুলির মধ্যে বিরোধীপক্ষের বিরোধিতা করতে গিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য চরমভাবে অপমানিত করে দেশের জাতীয় পতাকার সম্মান অশোক স্তম্ভকে। কমেন্ট বক্সে দেখা যায় দেবাংশু একটি কমেন্ট করে যা অত্যন্ত কুরুচিঅর ছিল।

 

দেবাংশু ছবিটিতে কমেন্ট করেছিলেন, “বাঁ দিকের একটি কাপর দেখা যাচ্ছে সেখানে হলুদ দাগ লেগে হয়তো বাংলার বিজেপি নেতারা যে বিছানায় শুয়ে সেই বিছানাতে ওটি পাতানো থাকে”। এইরকম একটি কুরুচিকর মন্তব্য অশোক স্তম্ভকে নিয়ে দেখার পরেই একাধিক টুইটার ব্যবহারকারীরা বিরোধিতা করে। অবশেষে কমেন্ট বক্সে গিয়ে দেবাংশু তার কমেন্টই ডিলিট করে দেয়, যদিও সেটা নিয়েও যথেষ্ট মুখ্য জবাব দিয়েছে টুইটার ব্যবহারকারীরা।