সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩১ মার্চের ম’ধ্যে এই ৭টি কা’জ ঠিকমতো না করলে হবে জ’রি’মা’না, এখনো সময় আ’ছে!

এই কাজগুলি ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে করে ফেলুন, না হলে দিতে হবে জরিমানা। এক নজরে দেখে নিন সেই কাজ।

১। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল:- এখনও সুযোগ রয়েছে , আর্থিক বর্ষ ২০২০-২১-এর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে না করিয়ে থাকলে। ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে করাতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল। দেরি করে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য ৫০০০ টাকার জরিমানা দিতে হবে।

২। আর্থিক বর্ষ ২০২১-২২-এর জন্য ট্যাক্স সেভিংস:- যারা আর্থিক বর্ষ ২০২১-২২-এর জন্য পুরনো ট্যাক্স ব্যবস্থার বিকল্প পছন্দ করেছে তাদের ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে নিজেদের ট্যাক্স সেভিংস প্রক্রিয়া পুরো করতে হবে।

৩। ব্যাঙ্ক কেওয়াইসি:- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) কেওয়াইসি পূর্ণ করার সময়সীমা ২০২১ সালের ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০২২ সালের ৩১ মার্চ করেছে।

৪। আর্থিক বর্ষ ২০১৯-২০-এর ইনকাম ট্যাক্স রিটার্ন ভেরিফাই:- আয়কর দফতরের খবর অনুযায়ী যারা এখনও পর্যন্ত আর্থিক বর্ষ ২০১৯-২০-এর নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন ভেরিফিকেশন করায়নি, তাদের অবিলম্বে তা করাতে হবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়েছে যে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সকল ট্যাক্সদাতাদের নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন ভেরিফিকেশন করাতে হবে।

৫। লাইফ সার্টিফিকেট:- সরকার পেনশনভোগীদের জন্য জীবন প্রমাণ পত্র জমা করার শেষ তারিখ ২০২১ সালের ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি করে দিয়েছে। পুরো দেশ জুড়ে সকল পেনশনভোগীদের কাছে জীবন প্রমাণ পত্র হল একটি খুব মূল্যবান কাগজ। এর মাধ্যমে সকল পেনশনভোগীরা প্রতি মাসে পেনশন পায়।

৬। আর্থিক বর্ষ ২০২১-২২-এর জন্য অগ্রিম কর:- অর্থ বর্ষ ২০২১-২২-এর জন্য অগ্রিম কর জমা দেওয়ার শেষ তারিখ হল ২০২২ সালের ১৫ মার্চ। যারা আয়কর জমা দেয়, তাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ট্যাক্স জমা দিতে হয়। কেউ যদি সেই তারিখের মধ্যে অগ্রিম ইনকাম ট্যাক্স জমা না করে তাহলে ধারা ২৩৪এ/২৩৪বি অনুযায়ী সুদ লাগু হয়।

৭। প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক:- যারা এখনও নিজেদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করায়নি তারা করে নিন এই টাইমের মধ্যে।