সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইউক্রেনে ব’স’বা’স’কা’রী ভারতীয়’দের উ’দ্দে’শ্যে এক বি’শে’ষ বা’র্তা দি’লো ভারতীয় প্র’তি’র’ক্ষা ম’ন্ত্র’ক

ইউক্রেনে ব'স'বা'স'কা'রী ভারতীয়'দের উ'দ্দে'শ্যে এক বি'শে'ষ বা'র্তা দি'লো ভারতীয় প্র'তি'র'ক্ষা ম'ন্ত্র'ক

ইতিমধ্যেই ফ্রান্স ভবিষ্যৎ বাণী করে ফেলেছে, আগামী দিনে ইউক্রেনের অবস্হা আশংকাজনক অবস্থার দিকেই চলতে শুরু করেছে বলেই মনে করা হচ্ছে। আর সেখানে বসবাসকারী মানুষদের উদ্দেশ্যে, বিশেষ করে ভারতীয়দের উদ্দেশ্যে এক নতুন বা’র্তা দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। আর সেই কারণেই তাদের আগের থেকেই বিভিন্ন ব্যবস্হা গ্রহণ করার পরামর্শ দিয়েছে তারা। যাতে তারা যু’দ্ধ’কা’লী’ন পরিস্থিতিতে কিছুটা হলেও নিজেদের আ’ত্ম’র’ক্ষা করতে পারে, বা আপদকালীন পরিস্থিতিতে কিছুটা হলেও নিজেকে নিজের পরিবারকে রক্ষা করতে পারে।

তাদের বলা হয়েছে তারা যেন পাসপোর্ট, আইডি কার্ড, ওষুধ, টর্চ, দেশলাই, লাইটার, মোমবাতি, টাকা, এনার্জি বার, পাওয়ার ব্যাঙ্ক, জল, ফাস্ট এইড কিট, হেডগিয়ার, মাফলার, গ্লাভস, জ্যাকেট, মোজা ও জুতো সঙ্গে রাখে। তারা যেন জল খাবার ভাগ করে খায়, একবারে বেশি খাবেন না, পরিমাণ মতো অল্প অল্প করে খাবার খান।

এই মূহুর্তে গা’র্বে’জ সর্বদা সঙ্গে রাখুন। হঠাৎ করে বাড়ি ছাড়তে হলে বাইরে কোথাও পেতে বসতে পারবেন এমনকি ঝড় বৃষ্টি থেকে রক্ষাও পাবেন সহজে। জলের অভাব বোধ করলে বরফ গলিয়ে খান। বরফ গলিয়ে জল করে খেয়েও বেঁচে থাকা সম্ভব। কারণ জলটা ছাড়া একদমই চলা অসম্ভব। চাইলে এই সময়ে রাশিয়ান ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। সাথে সর্বদা একটা সাদা পতাকা রাখবেন, বাড়ি ঘে’ষে যাতায়াত করবেন, পারলে বা’ঙ্কা’র ব্যবহার করুন থাকার জন্য। সবসময় দলবদ্ধ ভাবে যাতায়াত করুন।

রাশিয়ান সেনার স’ম্মু’খী’ন হলে বলুন আমরা ভারতীয়। বড় ব্যাগ ব্যবহার করবেন না, হাঁটতে অসুবিধা হবে। দরকারী জিনিস ছাড়া ব্যাগে কিছু রাখবেন না। আ’গু’ন জ্বা’লা’বেন না, ম’দ খাবেন না। সমস্ত ভারতীয়রা একসাথে থাকার চেষ্টা করুন, দরকার পরলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরী করুন। বর্ডারের কাছে গিয়ে নম্র ভদ্র ব্যবহার করুন। দলের একজন কো-অডিনেটর রাখুন। নিয়ম করে চলুন, বিশেষ করে সা’ই’রে’ন বাজলে ফাঁকা জায়গায় শুয়ে পরুন, মাথা ঢাকা দিয়ে। আপনারা যে ভারতীয় সেটার পরিচয় দিন।