সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মার্চেন্ট অব কমার্সে’র বা’ণি’জ্য ভ’ব’নে পু’জো’র গাইড’লাইন নি’য়ে বৈ’ঠ’ক ক’র’লো মালদা প্র’শা’স’ন

মার্চেন্ট অব কমার্সের বাণিজ্য ভবনে পুজোর গাইডলাইন নিয়ে বৈঠক করলো মালদা প্রশাসন

মালদা, ২৭ সেপ্টেম্বর: পুলিশ প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় মার্চেন চেম্বার অব কমার্সের বাণিজ্য ভবনে। সোমবার সন্ধ্যায় ক্লাব কর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। মারননন

বৈঠকে উপস্থিত ছিলেন, মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনিস সরকার, ডিএসপি ট্রাফিক বিপুল ব্যানার্জি, ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী, ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সুমালা আগরওয়ালা, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু, ইংরেজবাজার থানার আইসি আশিস দাস, বিদ্যুৎ দপ্তর, দমকল দপ্তর, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিভিন্ন ক্লাবের কর্তারা।

এদিন কোভিদ পরিস্থিতিতে বিধি-নিষেধ মেনে মাস্ক পড়ে বৈঠকে অংশ নেন সকলে। কোভিদ পরিস্থিতিতে পুজোর আয়োজন এর ক্ষেত্রে গাইডলাইন বেঁধে দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবছর ১৭২ টি পুজোর অনুমতি রয়েছে ইংরেজবাজার শহরে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ এর উপর পুরস্কার ঘোষণা করা হয়। এর পাশাপাশি মণ্ডপে সিসি ক্যামেরা লাগানো নিয়ে ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনা করা হয়।

এবছর ইংরেজবাজার শহরের পুলিশের পক্ষ থেকে তৈরি করা হবে ৫৪ টি ড্রপ গেট, পুলিশ সহায়তা কেন্দ্র থাকবে ১৪ টি।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে কাটাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। কোভিদ বিন বিধিনিষেধ মেনে আয়োজন করতে হবে দুর্গাপূজা এমনই পাত্তা দেওয়া হয় এই বৈঠকে। পুজো মণ্ডপ এবং তরুণ তৈরির ক্ষেত্রেও কিছু গাইডলাইন বেঁধে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। প্রতি বছরের ন্যায় এ বছরও যানচলাচল ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।