সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্র্যাকে ছু’ট’লো বিশ্বের দী’র্ঘ’ত’ম যাত্রী’বা’হী ট্রেন, আ’ছে ১০০ টি কোচ

বিশ্বের সবচেয়ে বড় রেল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ভারতের নাম টাই সব সময় আগে আসে। কারণ এত বড় দেশ হওয়ার সত্বেও এত রুট আর অসংখ্য ট্রেন। সব মিলিয়ে, রেকর্ড সংখ্যক বিপুল যাত্রীকে পরিষেবা দেয় ভারতীয় রেল। কিন্তু এবার ভারতকে ছড়িয়ে সবচেয়ে লম্বা যাত্রীবাহী ট্রেনে হিসেবে বিশ্ব রেকর্ডের দাবি করল সুইজারল্যান্ডের বিখ্যাত রেল কোম্পানি।

সম্প্রতি জানা যাচ্ছে ওই বৃহত্তম ট্রেনে চেপে আল্পস পর্বতের নৈসর্গিক সৌন্দর্য্য উপভোগ করেন অসংখ্য পর্যটক। বিপুল সংখ্যক মানুষ ওই ট্রেনের যাত্রী হওয়ার সুযোগ পান। কারণ ট্রেনটি ১০০ কোচের দৈর্ঘ্যেরএকটি ট্রেন আর আল্পসের মত এত দুর্গম পথে ২৫ কিলোমিটার যাত্রা করে। মাত্র এক ঘণ্টার মধ্যে গন্তব্যে পৌঁছয়।

আর যাওয়ার সময় ২২টি টানেল ও ৪৮টি ব্রিজ পেরোতে হয় ট্রেনটিকে। যা যেকোনো ট্রেনের জন্যই খুব কঠিনকাজ। প্রসঙ্গত উল্লখ্য, এই আল্পসের এই বিপজ্জনক এবং সুন্দর রেলপথটিকে ২০০৮ সালে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। এদিন সেখানেই ৬২৬৬ ফুট দীর্ঘ ট্রেনটি যাত্রা করে, যা যাবতীয় পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানা গিয়েছে।

এই জিনিসগুলো আপনার শ’রী’রে’র হাড়কে কুঁড়ে কুঁড়ে খা’চ্ছে! দূ’রে রাখুন নিজেকে

এই নিয়ে সুইজারল্যান্ডের রাইটিয়ান রেলওয়ে কোম্পনি যেই কোম্পানি এই বৃহৎ ট্রেনটি বানিয়েছেন সেখানেরই রেনাতো ফ্যাসিয়াটি বলে এক প্রতিনিধিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে, “ট্রেনটি সুইজারল্যান্ডের প্রযুক্তিগত অর্জনকে ইঙ্গিত করে। পাশাপাশি সুইস রেলের ১৭৫ বর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিশ্বের সবচেয়ে লম্বা যাত্রীবাহী ট্রেন চালানো হয়।” একেই বলে ‘সুইস পারফেকশন’, বলেন সুইস রেলের ওই প্রতিনিধি।