সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হি’ট ছবির চেয়ে ফ্লপ ফিল্মের তালিকাই দী’র্ঘ! তবুও তাদের অহংকার ক’মে না, রইলো ৫ নায়িকার কা’হি’নী

বলিউডে তখনই পায়ের তলার মাটি শক্ত করা যাবে যখন সেখানে থেকে আপনি দর্শকদের হিট ছবি উপহার দিতে পারবেন। তবে এই বলিউডেই এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা নিজেদের কেরিয়ারে হিট ছবি কত করেছেন জানা নেই, তবে অনেক বেশি ফ্লপ ছবিতে কাজ করেছেন। তা সত্ত্বেও, তাঁরা বহু বছর ধরে বলিউড জগতে টিকে রয়েছেন। তাঁরা কারা জানতে চান! আজকের প্রতিবেদনে রইল এমনই ৫ নায়িকার নাম।

করিনা কাপুর খান – বলিউডের সম্ভ্রান্ত কাপুর পরিবারের মেয়ে করিনার জনপ্রিয়তা নিয়ে কোনো কথা হবে না। তাঁর অভিনয়ও যথেষ্ট ভালো। ‘কভি খুশি কভি গম’এর পু থেকে শুরু করে ‘জব উই মেট’এর গীত, ইত্যাদি চরিত্র গুলি সিনেমার পর্দায় দারুণ ভাবে ফুটিয়ে তুলেছিলেন রণধীর কন্যা করিনা। তিনি এখনও পর্যন্ত ৪৯টি ছবিতে কাজ করলেও মাত্র ১৩টি সিনেমা সুপারহিট কিংবা ব্লকবাস্টার হয়েছে। বাকি ৩৬টি সিনেমাই মাঝারি হিট বা ফ্লপ বলেই বিবেচিত।

প্রিয়াঙ্কা চোপড়া – বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা এখন হলিউডেও রাজ করছেন। নিজের কাজের সৌজন্যে তিনি এখন গ্লোবাল আইকনও হয়ে গিয়েছেন। অভিনয় কেরিয়ারে এখনও পর্যন্ত ৪১টি ছবিতে অভিনয় করলেও মাত্র ১০টি সিনেমা সুপারহিট হয়েছে। বাকি ৩১টি সিনেমা সেমি হিট কিংবা ফ্লপের তালিকায়।

আরো পড়ুন: কি অবস্থা! আচার ছি’ট’কে ঘরের ছাদে লে’গে গিয়েছিল, সেই আচার শিল্পের এখন ৫ লক্ষ টা’কা দাম

ঐশ্বর্য রাই বচ্চন – নীল চোখের অধিকারী প্রাক্তন ‘মিস ওয়ার্ল্ড’ ঐশ্বর্য রাই বচ্চন বলিউডে রাজ করছেন বহু বছর হল। এখনও পর্যন্ত ৩১টি ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সনম’এর মতো বহু সিনেমা বক্স অফিসে ব্যাপক হিট হয়। তবে অ্যাশ সুন্দরী অভিনীত মাত্র ৪টি ছবিই বক্স অফিসে সাড়া ফেলেছিল, বাকি ২৭টি সিনেমা সেমি হিট কিংবা ফ্লপ হয়েছিল বললেই চলে।

কঙ্গনা রানাউত – বলিউড কুইন কঙ্গনা রানাউত চলচ্চিত্র জগতের অন্যতম পরিচিত মুখ। ইতিমধ্যেই তাঁর অভিনীত চারটি সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। এতদিন তাঁর ফিল্মি কেরিয়ারে কঙ্গনা ৩২টি ছবিতে কাজ করেছেন। এর মধ্যে মাত্র ৫টি ছবি ব্লকবাস্টার হলেও বেশিরভাগ সিনেমাই সেমি হিট কিংবা ফ্লপ হয়েছে।

উডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম এখনও পর্যন্ত মোট ১৯টি ছবিতে কাজ করেছেন। এর মধ্যে ‘রাঞ্ঝানা’, ‘নীরজা’ সহ মাত্র ৬টি ছবি ব্লকবাস্টার হয়। বাকি সিনেমাগুলি সেভাবে দর্শকদের পছন্দের হয়ে ওঠে নি।