সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নদীতে ১০ মাস আ’গে তলিয়ে গিয়েছিল আইফোন, উ’দ্ধা’রে’র পরেও দিব্যি চলছে

ধরুন, আপনার একটি মোবাইল ফোন নদীতে পড়ে গিয়েছে। সেই নদীতে পড়ে যাওয়া ফোনটি ইউজ করা যাবে?। এই প্রশ্নের উত্তর ‘না’ হলেও নতুন একটি ঘটনায় আপনি অবাক হবেন।

তবে, ফোন হারালে ফোন ফিরে যাওয়ার নজির পাওয়া গেলেও নদীতে পড়ে যাওয়া ফোন ফিরে পাওয়া একেবারেই নজিরবিহীন ঘটনা। তবে এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডে।

জানা গিয়েছে, ইংল্যান্ডের এক যুবক ওয়েন ডেভিসের আইফোন পড়ে গিয়েছিল ১০ মাস আগে একটি নদীতে। কিন্তু সেই ফোন আচমকাই খুঁজে পাওয়া যায়।

আরো পড়ুন: খাদ্যদ্রব্যের উপ’র ব’স’ছে কর! GST কাউন্সিলের বৈঠকে দা’ম বাড়ছে এইসব পণ্যের!

সূত্রের খবর, মিগুয়েল পাচিও নামে এক যুবক ফোনটি নদী থেকে খুঁজে পান। তারপর ফোনটি শুকিয়ে তিনি চার্জ দিতেই দেখেন ফোনটি রীতিমতো ঠিক আছে।

চার্জ করার পর ফোনটি চালু হয়ে যায় এবং তারপরেই মিগুয়েল দেখেন ফোনে রয়েছে একজন নারী-পুরুষের ছবি। এরপর মিগুয়েল ফোনের ছবিটি ফেসবুকে পোস্ট করেন এবং তা প্রচুর শেয়ার হয়।

অন্যদিকে যার ফোন হারিয়েছিল, সেই ডেভিস ফেসবুক ব্যবহার করেন না। তিনি তাঁর বন্ধুর কাছ থেকে ফোনের বিষয়টি জানতে পারেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন, ১০ মাস নদীগর্ভে পড়ে থাকার পরেও আইফোন কিভাবে জীবিত?