সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাকিস্তানকে টুর্নামেন্টের আ’য়ো’জ’ন করার অনুমতি দি’লো ICC, তবে কি শাপমুক্তি?

সত্যি সময়টা কিন্তু একেবারেই কম কিছু নয়, টানা ২৯ বছর পর আইসিসি টুর্নামেন্টের আয়োজন হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হল পাকিস্তান। গত মঙ্গলবার ২০৩১ সাল পর্যন্ত আগামী আইসিসি টুর্নামেন্টের তালিকা প্রকাশ করা হয়েছে, আর সেই তালিকাতেই নাম রয়েছে পাকিস্তানের। সেখানে দেখা যাচ্ছে বেশী দেরি নয় ২০২৫ সালের চ্যাম্পিয়ান্স ট্রফির আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে পাকিস্তান। একক আয়োজক হিসেবে পাকিস্তান এতদিনে এই সুযোগ পেল আইসিসির তরফ থেকে, যাকিনা তাদের কাছে একটি অলীক স্বপ্ন বলেই মনে করছে অনেকে।

উনিশের দশকে দুবারের মতো বিশ্বকাপ আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছিল পাকিস্তান সালটা ১৯৮৭ ও ১৯৯৬।তবে সেই আয়োজন একক ভাবে ছিল না, ভারতের সাথে ও শ্রীলঙ্কার সাথে যৌথভাবেই আয়োজন করা হয়েছিল সেই টুর্নামেন্টকে। তাই এই ২০২৫ সালের চ্যাম্পিয়ান্স ট্রফি এককভাবে দায়িত্ব পেয়ে স্বাভাবিকভাবেই অনেকটা খুশি পাকিস্তান। শেষবার ইংল্যান্ডের মাটিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ান্স ট্রফি নিজেদের নামে করেছিল সরফরাজ আহমেদের টিম। এবার সেই চ্যাম্পিয়ান্স ট্রফি আয়োজন করার সুযোগ দেওয়া হল পাকিস্তানকে। ২০১৭ সাল থেকে ২০২৫ সাল সময়টা অনেক।

ভারতের সাথে ২০১২ সালেই দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা বাতিল করা হয়েছে। এর পরে ভারত আর সেই ধরনের কোনো চিন্তাই করে নি। অন্যান্য দেশও একের পর এক সিরিজ খেলতে অস্বীকার করেছে পাকিস্তানের মাটিতে যা অনেকটাই অস্বস্তিতে ফেলেছে পাকিস্তান বোর্ডকে। আগামী কিছুদিনের মধ্যেই পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ রয়েছে, কিন্তু সেখানেও কেমন যেনো ধোয়াশা দেখা যাচ্ছে, তবে আইসিসির এই সিদ্ধান্তে অজি প্লেয়ারেরা সাহস দেখায় কিনা সেটা সময় বলবে।