সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Vi নিজেদের হা’তে আ’ন’তে চাইছে সরকার, সংস্থা বাঁচাতে সিংহভাগ শে’য়া’র কিনবে কেন্দ্র

যখন সমস্ত কিছু বেসরকারী করণের জন্য কেন্দ্রীয় সরকারের ওপর সর্বদা দায় চাপানো হয়ে থাকে , কিন্তু সেই কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করার পরিকল্পনা করছে, আসলে ভোডাফোন আইডিয়া কিন্তু অনেক বছর থেকে ঋণে জরাজীর্ণ। সেই ঋণ কিছুটা লাঘব করার জন্য অর্থমন্ত্রকের বকেয়া ঋণ ইকুইটিতে পরিবর্তন করার ছাড়পত্র দিল। এবার এই ছাড়পত্রে টেলিকম সংস্থা সবুজ সংকেত দিলেই সমস্তটা পরিষ্কার হয়ে যায়। আর ভি আই এর অধিকাংশ সরকারের অধীনে চলে যায়।

কয়েকবছর থেকেই ঋণের বোঝা কাধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভোডাফোন আইডিয়া। ঋণের পরিমাণ এতটাই যে সেটা শুনলে অবাক হতে হয়, পরিমাণ ১৬ হাজার কোটি কিছুমাস আগেই ঋণের পরিমাণ আরও বেশী ছিল কিন্তু সংস্থা তাদের তরফ থেকে ৭ হাজার ৮৫৪ কোটি টাকা মিটিয়েছে। বোঝাইয আচ্ছে ১৬ হাজার কোটি টাকা ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে একেবারেই অসম্ভব।

তাই সরকারের এই প্রস্তাবে একমত হওয়া ছাড়া আর কোন উপায় নেই ভি আই এর। এবার সরকারের কথা মতো যদি সংস্থা চলে, তাহলে ভোডাফোন আইডিয়ার সিংহ ভাগ থাকবে সরকারের হাতে। ৩৩ % থাকবে সরকারের হাতে, বাকির মধ্যে ২৮.৫% থাকবে ভোডাফোনের কাছে আর বাকি ১৭.৮% থাকবে ভি এর পার্টনার আইডিয়ার কাছে।

আরো পড়ুন: উত্তরপ্রদেশ জু’ড়ে রে’ক’র্ড কর্মসংস্থান, যোগী রাজ্যে বেকারত্বর হা’র মাত্র ৩.৯ শতাংশ

সরকারের এই সিদ্ধান্তে বিশেষজ্ঞরা জানিয়েছে, সংস্থার একেবারে তল্পিতল্পা গুটিয়ে চলে যাওয়ার থেকে এই প্রস্তাব অনেকটাই ভালো। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে কিছুটা হলেও সম্মান বাচবে তাদের