সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার উত্তরবঙ্গের বি’ভি’ন্ন পর্যটন’কে’ন্দ্রে যেতেও লা’গ’বে ছাড়পত্র, জেনে নিন বিস্তারিত

করোনা পরিস্থিতিতে বদলে যাচ্ছে পর্যটন ব্যবস্থা। বর্তমান সময়কালে যাতে ভ্রমণে গিয়ে করোনার সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য বিশেষ বিশেষ নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। দীঘার পর এবার পাহাড়েও ভ্রমণ করতে গেলে মেনে চলতে হবে সেই বিশেষ নিয়ম। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, যাদের দু’টি টিকা নেওয়া রয়েছে, তারাই কেবল দার্জিলিং জলপাইগুড়ির মতো শৈল শহরের পর্যটনকেন্দ্রগুলিতে ঘুরতে যাওয়ার ছাড়পত্র পাবেন।

একইসঙ্গে নতুন নির্দেশিকা জানানো হয়েছে যে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ আসতে হবে। এবং সেই রিপোর্ট অবশ্যই ৪৮ ঘন্টা আগের হতে হবে। উল্লেখ্য সামনে বাঙালি তাদের সবথেকে বড় উৎসব দুর্গোৎসব নিয়ে মেতে উঠবে। দুর্গোৎসব মানেই দীঘা, দার্জিলিংয়ের মতো পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় বাড়বে। লকডাউন কিছুটা শিথিল হতে না হতেই পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ঢল লক্ষ্য করা যাচ্ছে।

যার ফলে ইতিমধ্যেই সংক্রমণ বাড়তে শুরু করেছে ওই এলাকায়। তাই প্রশাসনের তরফ থেকে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যদিও প্রশাসনের এই নতুন নির্দেশিকায় হতাশ পর্যটন ব্যবসায়ীরা। কারণ করার পর যখন ধীরে ধীরে ছন্দে ফিরছে পর্যটন ব্যবসা, তখন এই কড়া নিয়ম বিধিতে পর্যটন ব্যবসা মার খেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

গরুমারা রিসর্ট মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য জিয়াউর রহমান জানাচ্ছেন, করোনার কারণে এমনিতেই ব্যবসায় মন্দা চলছে। তবে করোনা আতঙ্ক কাটিয়ে যখন মানুষ আবার আসছেন কখন প্রশাসনের এই নির্দেশিকায় হতাশ হতে হয়েছে তাদের। তার মতে, অনেকেরই এখনো দুটো টিকা নেওয়া হয়নি। কেউ কেউ এক টিকা নিয়েছেন। এদিকে বাচ্চাদের টিকাকরণ হয়নি। বেশিরভাগ টুরিস্টের সঙ্গেই বাচ্চা থাকে। কাজেই ব্যবসায় আবার মন্দা দেখা দেবে বলে আশঙ্কা করছেন তিনি।