সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“সুপারমম” বাঘিনীর শেষকৃত্য স’ম্প’ন্ন হলো

দীর্ঘ কয়েক দশক ধরে মধ্যপ্রদেশে পেঞ্চ বাঘ অভয়ারণ্য চষার পর মারা গেল বিখ্যাত বাগিনি ‘সুপারমম’।

বনের বিপদে ভরা পরিবেশে একে একে ২৯টি শাবককে বড় করে তোলার অসাধ্যসাধন করে সে তার মাতৃত্বের জন্যই হয়ে উঠেছিল বিখ্যাত।

অবশেষে মধ্যপ্রদেশের পেঞ্চ বাঘ অভয়ারণ্যে থেমে গেল বিখ্যাত কলারওয়ালির জীবন। ষোড়শী এই বাঘিনীর মৃত্যু সংবাদ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে ঠিক কী কারণে মারা গেল বাঘটি, তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বয়সজনিত কারণেই এই মৃত্যু। গত কয়েকদিন ধরেই অসুখে ভুগছিল সে।মুখ্য বন কর্মকর্তা জানিয়েছেন, নিয়ম মেনে ময়না তদন্ত করে দেখা হচ্ছে বাঘিনীটির। তারপরই সঠিক কারণ বলা সম্ভব হবে।