সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের মধ্যে প্রথম ইউনিফর্ম সিভিল কো’ড চা’লু হচ্ছে উত্তরাখণ্ডে, শ’প’থ নিয়েই ব’ড়ো ঘো’ষ’ণা ধামির

যদি উত্তরাখণ্ডে বিজেপি সরকার আবার ফিরে আসে তাহলে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা হবে। উত্তরাখণ্ডে বিজেপি জয়লাভ করেছে, আর ঠিক সেই কথা মতোই সেরাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী প্রথম পদক্ষেপ গ্রহণ করল সেইদিকে।

দ্বিতীয়বার শপথ নেওয়ার পরেই তিনি ঘোষণা করেন রাজ্যে চালু হতে চলেছে এই নতুন আইন। সাথে তিনি আরো বলেছেন, এই নতুন আইন দেশে প্রথম কোনো একটি রাজ্য লাগু করতে চলেছে। তিনি এই বিষয় নিয়ে স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। তিনি বলেন, রাজ্যের মন্ত্রী সভায় এই নতুন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে সবাই সম্মতি দিয়েছে।

খুব শীঘ্রই, এর জন্য একটি বিশেষজ্ঞদের কমিটি গঠন করা হবে। নিয়ম সবার জন্যই এক। এমনটাকে মাথায় রেখেই এই পরিকল্পনা। এই সিদ্ধান্তে খুশি হয়েছে বিজেপির জাতীয় মুখপাত্র পি সিং। তিনি বলেন, উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা হবে, মুখ্যমন্ত্রী তার কথা রেখেছেন। আর সকল নাগরিক সমান।

আরো পড়ুন: প্রকল্পের না’ম বদল, পশ্চিমবঙ্গের মায়েরা ৯০০ কোটি টা’কা’র থেকে ব’ঞ্চি’ত, অভিযোগ কেন্দ্রের বি’রু’দ্ধে

তাই তাদের জন্য সমান আইন শৃঙ্খলা হওয়া উচিত।গতকাল বুধবার পুষ্কর সিং ধামী দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করেন। এবং তার ঠিক পর থেকেই মাঠে নেমে পরেন।

আসলে ইউনিফর্ম সিভিল কোড জিনিসটা কি? অনেকের মনেই হয়তো প্রশ্নটা জাগছে। মোট কথা দেশের সমস্ত নাগরিক সমান। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে একই ভাবে প্রযোজ্য সমস্ত কিছু। তাছাড়া এই বিধি অনুযায়ী বিয়ে বিচ্ছেদ দত্তক ও উত্তরাধিকারসূত্রে সমস্ত কিছু করতে পারবে।

যে নিয়ম সারাদেশে চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। ঠিক সেই পথেই এগোচ্ছে উত্তরাখণ্ড সরকার।উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, দেব ভূমির ঐতিহ্য ও সংস্কৃতিকে অক্ষুন্ন রাখার জন্য আমরা প্রতিশ্রুতি বদ্ধ।

সমস্ত সাধারণ মানুষকে সমান অধিকার দান করার জন্যই এই নিয়ম শীঘ্রই চালু করতে চলেছি আমরা। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ হিসেবে কোন ভেদাভেদ থাকবে না সকলে সমান অধিকার পাবে। এতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি পাবে থাকবে না কোনো হিংসা মারামারি।