সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সরকারি চাকরি করলে স্ত্রী হাতছাড়া হ’বে! রা’গে হাত কে’টে নিলো বেকার স্বামী

পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম নৃশংস ঘটনার সাক্ষী থাকল। স্ত্রী সরকারি চাকরি পেয়েছে, তাই হাতই কেটে নিল স্বামী। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এমন মানসিকতা চমকে উঠেছেন সমাজের মানুষজন। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন জখম ওই গৃহবধূ রেণু খাতুন।

এই গৃহবধূ-র ডানহাতের কব্জি থেকে বাকি বিছিন্ন হয়ে গিয়েছে। অভিযুক্ত এই স্বামী শের মহম্মদ শেখ ওরফে সরিফুল শেখ ও শ্বশুরবাড়ির লোকজন এখন পলাতক। পুলিশ তাদের সন্ধান করছেন।

স্থানীয় সূত্রে খবর, কেতুগ্রামের কোজলসা গ্রামে আক্রান্ত গৃহবধূর শ্বশুরবাড়ি। তাঁর বাপের বাড়ি কেতুগ্রামের চিনিসপুর গ্রামে। জানা গেছে, আজিজুল হকের পাঁচ মেয়ে ও তিন ছেলে। রেণু ছোট মেয়ে। শের মহম্মদ শেখ ওরফে সরিফুলের সঙ্গে রেণু খাতুনের বিয়ে হয় ২০১৭ সালের অক্টোবর মাসে।

আরো পড়ুন: ১৭ বছর পু’রা’নো প্রকল্প বাস্তবায়ন হ’চ্ছে, এখন ভারত থেকে ট্রেনেই পৌঁ’ছে যাওয়া যা’বে ভুটান

গৃহবধূ রেণু একজন নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নার্সপদে চাকরি করছিলেন। কয়েকদিন আগেই সরকারিস্তরে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্যানেলভুক্ত হন তিনি । কিছুদিনের মধ্যেই তাঁর নার্স পদে সরকারি চাকরিতে যোগ দেওয়ার কথা।

কিন্তু স্বামীর ধারণা হয়, চাকরি করতে গেলে স্ত্রী তার হাতছাড়া হয়ে যাবে। স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা এই কারণে ওই চাকরিতে ঘোরতর আপত্তি জানিয়ে আসছিলেন। বধূ তা মানতে পারছিলেন না। স্বামীর আপত্তি না মানায় নববধূর এমন পরিণতি হয়েছে বলে জানা গিয়েছে।