সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাতের রে’খা দেখেই বোঝা যায় ব্যক্তি অ’প’রা’ধী কি না! কি বলছে হস্তরেখা শা’স্ত্র জেনে নিন

হাতের রেখা দেখেই কোনো ব্যক্তির ভূত ভবিষ্যৎ বলে দেওয়া যায়। সূর্য রেখা, চন্দ্র রেখা, জীবন রেখা বা হৃদয় রেখা বিবেচনা করে হস্তরেখা বিশারদরা সেই ব্যক্তি সম্পর্কে জানা অজানা সব তথ্য বলে দিতে পারেন। আর এই হাতের রেখা বিচার করেই জানা যায় কোনো ব্যক্তি অপরাধমনস্ক কিনা। কোনো ব্যক্তি মানসিক অবসাদে ভুগবেন কিনা, তার মধ্যে আত্মহত্যার প্রবৃত্তি রয়েছে কিনা, তাও বলে দেওয়া যায় হাতের রেখা দেখে।

দুই হাতের তালুর ত্বক অমসৃণ, আঙুলের অগ্রভাগ তীক্ষ্ণ এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ চ্যাপ্টা হলে বা মস্তিষ্ক রেখা হাতের তালুর মাঝ বরাবর নিচু হতে থাকলে বা উপরের দিকে উঠে হৃদয় রেখার সঙ্গে যুক্ত হতে থাকলে ‌ মানসিক দিক দিয়ে অস্থিরতার ইঙ্গিত করে। সময়ের সঙ্গে সঙ্গে এমন ব্যক্তির স্বভাব উগ্র হয়ে উঠবে। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ওই ব্যক্তির শনি ও মঙ্গল পর্বতের সঠিক বিচার করা আবশ্যক।

মস্তিষ্ক রেখা বা সেখান থেকে বেরিয়ে আসা কোনও রেখা যদি সূর্য পর্বতের নীচে এসে হৃদয় রেখার সঙ্গে মিশে যায়, তাহলে বুঝতে হবে ২৫ বছরের মধ্যেই কোনও অপরাধ করতে চলেছেন সেই ব্যক্তি। আবার যদি মস্তিষ্ক রেখা সূর্য ও শনি পর্বতের মাঝখানে এসে হৃদয় রেখার সঙ্গে মিশে যায়, তাহলে ধরে নিতে হবে ৩০ বছর বয়সেই কোন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকবেন তিনি।

এছাড়াও মঙ্গল, শনি ও চন্দ্র পর্বতে কাটা চিহ্ন, জাল বা কালো ছোপ থাকলেও তা অশুভ বলে ধরে নেওয়া হয়। এক্ষেত্রে ওই ব্যক্তির অপরাধপ্রবণ হওয়ার সম্ভাবনা থাকে।