সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টেডি বিয়ারের ভিতরে ঢুকেও নিজেকে র’ক্ষা করতে পারলো না, শ্বা’স নিতেই ধ’রা পড়লো চো’র

হাজার চেষ্টা করেও শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারল না চোর। নিঃশ্বাসের শব্দ শুনে গ্রেফতার করে ফেললো ব্রিটিশ পুলিশ। চোর লুকিয়ে ছিলেন টেডি বিয়ারের ভিতরে। নিজেকে বাঁচাতে চোরের এই অভিনব পন্থা, এখন সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছে ভাইরাল। গ্রেটার ম্যানচেস্টারের পুলিশ জানিয়েছে, গাড়ি চুরির দায়ে গত মে মাস থেকে অভিযুক্ত চোরকে খুঁজছিল তারা।

গত জুলাই মাসে ১৮ বছরের ওই যুবককে ধরতে তার বাড়ি যায় পুলিশ। শুরু হয়ে যায় চিরুনি তল্লাশি। কিন্তু তাকে খুঁজে না পাওয়াই তৈরি হয় হতাশা। এই সময় অভিযুক্ত চোরের বাড়ির ঘরের কোণে এক বিশাল আকৃতি টেডি বিয়ার নজরে আসে ব্রিটিশ পুলিশদের।

সন্দেহ হয় পুলিশের। টেডি বিয়ারটি নাকি নিঃশ্বাস নিচ্ছিল। এরপরে টেডি বিয়ারের ভেতর থেকে চোরকে পাকড়াও করে পুলিশ। এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ১৮ বছরের যুবক ডবসন গ্রেফতারের হাত থেকে বাঁচার জন্য নিজেকে ৫ ফুটের বেশি একটি দৈত্যাকৃতি টেডি বিয়ারের মধ্যে লুকিয়ে রেখেছিল।

আরো পড়ুন: ফুলশয্যার পরেরদিনই যুবক পালালেন, ঝা’মে’লা মু’ক্ত হতে বাড়ির অ’র্ধে’ক অংশ বধূকে লিখে দিলো পরিবার

এর বাড়ি টেডি বিয়ার থেকে চোর ধরার এই কাহিনী সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে পোস্ট করা হয় টেডির ছবি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশন লেখা হয়, পুলিশ গাড়ি চোর গ্রেফতার করতে যায় তার বাড়িতে। তল্লাশি চালানোর সময় আধিকারিক খেয়াল করেন ভালুক নিঃশ্বাস নিচ্ছে। আসলে সেই ভাল্লুকের মধ্যে ঢুকে বসেছিল অভিযুক্ত চোর।


এদিকে টেডি বিয়ারের মধ্যে চোর লুকানোর কথা জানতে পেরে মজার সমস্ত কমেন্ট করতে শুরু করেছেন নেতিজেন। বুদ্ধি করে চোর ধরার জন্য পুলিশকে দশে দশ দিয়েছেন সকলে। ম্যানচেস্টার পুলিশ আরো জানিয়েছেন, মোটর গাড়ি চুরি এবং পেট্রোল নিয়ে টাকা না দেওয়ার মতো একাধিক অভিযোগ উঠেছে ওই চোরের বিরুদ্ধে। বর্তমানে অভিযুক্ত জেলে রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ পুলিশ।