সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অটোতে উঠে ভা’ড়া নিয়ে ব’চ’সা, তা’ড়া করতে গিয়ে মৃ’ত্যু যাত্রীর, ৪৩ লক্ষ ক্ষতিপূরণ পাবে মৃ’তে’র পরিবার

অটোওয়ালা বেশি ভাড়া নিয়েছিল যার কারণে তাকে ধাওয়া করেছিল মুম্বাইয়ের ২৬ বছরের চেতন আচিরনেকর। ধাওয়া করাটাই কাল হয়ে গেল চেতনের কাছে। অটোকে ধাওয়া করতে গিয়ে উল্টো দিক থেকে অটোটি পালাতে গিয়ে চেতন এর ওপরে উলটে পড়লো যার ফলে মৃত্যু হল চেতনের।

অটো কিংবা বাস যে কোন যানবাহনে যদি বেশি ভাড়া নেওয়া হয় তাহলে তর্ক-বিতর্ক যাত্রীদের সঙ্গে লেগে থাকে। কিন্তু ২০১৬ সালের ১৩ ই জুলাই এর এই ধরনের একটি তর্ককে কেন্দ্র করে যে যাত্রীর প্রাণ চলে যাবে তা হয়তো কেউই ভাবতে পারেননি।

২০১৬ সালের ১৩ই জুলাই চেতন মুম্বাই এয়ারপোর্ট থেকে থেকে বাড়িতে ফিরছিলেন। চেতন বাড়ির রাস্তায় ফিরে অটোওলাকে ২০০ টাকা ধরিয়ে দেন তবে অটোর ভাড়া হয়েছিল ১৭২ টাকা।

আরো পড়ুন: পাসপোর্টের সুন্দরী ছবি ভাইরাল হতেই ঐশ্বর্যকে চ্যালেঞ্জে, নেটিজেনরা দেখতে চাইলেন আধারের কার্ডের ছ’বি

কিন্তু, চেতন ২০০ টাকা দেওয়ার পর চালক ২৮ টাকা ফেরত না দেওয়ার তর্ক করেন এবং বলেন যে এত রাত হয়েছে সেই কারণে ভাড়া বেশি দিতে হবে, রাজি ছিলেন না চেতন।

তিনি তর্ক শুরু করে ওই চালকের সঙ্গে, কিন্তু এমন সময় সুযোগ বুঝে অটো নিয়ে পালিয়ে যায় সেই চালক কিন্তু অন্য দিকে অটোর দিকে ধাওয়া করতে থাকে চেতন, অবশেষে সেই অটোটি অসাবধানতা জেরে উল্টে পড়ে চোতনের ওপর, গুরুতর আহত হয় চেতন।

এর পরে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এর পরেই সেই অটোচালকের বিরুদ্ধে খুনের মামলা আনা হয়েছে চেতনের পরিবারের তরফ থেকে।

অবশেষে সেই মামলার জন্য মুম্বাই এয়ারপোর্ট দুর্ঘটনার ক্ষতিপূরণ সংক্রান্ত ট্রাইবুনাল ওই অটোচালককে নির্দেশ দেন যেন তিনি চেতনের পরিবারকে ৪৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য।