সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রূপকথা স’ত্যি হয়ে গে’লো! মাঝ স’মু’দ্রে দে’খা মিললো গোলাপি ডলফিনের, রইলো বি’র’ল ভিডিও

খোঁজ মিলল সত্যিকারের গোলাপি ডলফিনের! মাঝ-সমুদ্রে হঠাৎই দেখা এই ভিডিও দেখে তাজ্জব বিশ্ববাসী, মাঝ-সমুদ্রে হঠাৎই দেখা গেল গোলাপি ডলফিন; ভিডিও দেখে তাজ্জব বিশ্ববাসী।বইয়ের পাতার রূপকথা সত্যি হয়ে গেল যেন; খোঁজ মিলল সত্যিকারের গোলাপি ডলফিনের।

আমাদের সকলেরই কমবেশী প্রিয় ডলফিন প্রাণীটি । এমন নির্জ্ঝাট, বন্ধু বৎসল, মিশুকে স্বভাবের, নিরীহ প্রাণীটি মানুষের সঙ্গে স্বদ্ভাব রক্ষা করে চলতেই ভালবাসে । মাখনের মতো পেলব তার শরীর । সমুদ্রের নীল জল যেন চলকে যায় সেই শরীর বেয়ে । তাকে দেখতে যেমন সুন্দর, স্বভাবেও সে বড় মিষ্টি । তাই ডলফিনকে পছন্দ করেন না এমন মানুষ কমই আছে ।

কিন্তু বেশিরভাগ ডলফিন ই কালো বা সাদা । বার্বি’র কার্টুন ছবিতে অবশ্য রঙিন ডলফিনও দেখেছি । গোলাপি, নীল আর সবুজ রঙের সেই ডলফিনগুলো ছিল মৎস্যকন্যার বন্ধু । কিন্তু সে তো রূপকথার গল্প । তাই তার সঙ্গে বাস্তবের মিল খুঁজে পাওয়ার চেষ্টা না করাই ভাল।

দক্ষিণ চিনে খোঁজ মিলল সত্যিকারের গোলাপি ডলফিনের । যা দেখে তাজ্জব বনে গিয়েছেন সকলে । সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে । সেখানে দেখা যাচ্ছে, নীল সমুদ্রের জলে খেলা করে বেড়াচ্ছে একটি গোলাপি ডলফিন । সঙ্গে একটি কালো ডলফিনও আছে অবশ্য ।

এই ভিডিওটি IFS Officer Susanta Nanda তাঁর Twitter handle-য়ে শেয়ার করতেই নিমেষে তা ভাইরাল হয়ে যায় । কয়েক মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেন, লাইক করেন, শেয়ার করেন।