Home অফবিট অম্বুবাচীর দি’ন কি করবেন ও কি কি করবেন না! জে’নে নি’ন বিস্তারিত

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অম্বুবাচীর দি’ন কি করবেন ও কি কি করবেন না! জে’নে নি’ন বিস্তারিত

প্রত্যেক বছরই আষাঢ় মাসে অম্বুবাচী হয়ে থাকে। বলা হয় যে, এই সময়ে প্রকৃতি জাগ্রত হয় এবং কিন্তু এই অম্বুবাচী যতদিন থাকে ততদিন পর্যন্ত সমস্ত মায়ের মন্দির গুলিকে বন্ধ করে রাখা হয়। বলা হয় এই সময় শুভ শক্তির থেকে অশুভ শক্তির আর বেশি শক্তিশালী হয়ে ওঠে। আবার অন্যদিকে দেখা যায় যে, এই অম্বুবাচীর সময় যদি কারোর কোন মনষ্কামনা মায়ের কাছে করা হয় তাহলে সেটা পূর্ণ হয়।

এই সময়ে মায়ের মন্দিরেও পুজো দেওয়া হয় না। এই সময়ে কিছু কাজ আছে যেগুলো করা খুব শুভ এবং তার সঙ্গে কিছু কাজ আছে যেগুলো অশুভ। আমরা সকলেই জানি যে আষাঢ় মাসের ৭ তারিখ নাগাদ অম্বুবাচী হয়ে থাকে এবং এরপর থেকে তিনদিন পর্যন্ত মায়ের মন্দিরের দরজা বন্ধ থাকে এবং সাথে পুজো।

এই তিন দিনে এমন কাজ আছে যা করলে জীবনে ভালো ফল পাওয়া যায় এবং কিছু কাজ করলে জীবনের সংকট নেমে আসতে পারে। এই সময় যে সমস্ত কাজ গুলি করা উচিত তার মধ্যে একটি সম্পর্কে আসুন আমরা জেনে নি।

অম্বুবাচী চলতে থাকা তিনদিনের মধ্যে যদি আপনি যেকোনো একটি দিন বেছে নিয়ে পাঁচজন পণ্ডিতকে ফল দান করেন তাহলে, অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং সাথে আপনার জীবনে সুখ, শান্তি বজায় থাকবে।