সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিজেদের দেশেই ভারতীয়দের প্র’বে’শ এই ৫ টি জায়গায় পুরোপুরি নি’ষি’দ্ধ

আপনি ভাবতে পারেন ভারত একটি মুক্ত স্বাধীন দেশ, যেখানে আমরা নিজেদের ইচ্ছা মতো ঘুরতে যেতে পারি। কিন্তু এই লেখা আপনার এই চিন্তা সম্পূর্ণ ভাবে বদলে দেবে। বিশ্বাস করতে অসম্ভব হলেও ভারতে এমন কিছু জায়গা আছে যেখানে ভারত বাসীরা প্রবেশ করতে পারে না।

আপনি কি জানেন এই জায়গা গুলির সম্পর্কে।অদ্ভুত বিষয় এটাই যে এই সমস্ত জায়গা ভারত বাসীদের দ্বারাই নিয়ন্ত্রিত। তাহলে চলুন এই জায়গা গুলি সম্পর্কে ঝটপট জেনে নেই।

১) উনোইন হোটেল বেঙ্গালুরু- এই হোটেল টি জাপানিদের হোটেল। এর পলিসি অনুযায়ী এই হোটেলে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ।

আরো পড়ুন: এবার সোনু সুদ ইউক্রেন থে’কে পড়ুয়াদের ফেরাচ্ছেন! সোশ্যাল মিডিয়ায় জয়জয়কার

২) কাসোল গ্রাম – এই গ্রাম টি হিমাচল প্রদেশে অবস্থিত। জানা যায় এই গ্রামে ট্রেনিং নিতে আসা ইজরায়েলি মহিলাদের ভারতীয় পুরুষরা বিরক্ত করায় ভারতীয় দের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ২০১৫ সালে প্রথম এই বিষয়টি সবার নজরে আসে।

৩) ফরেইনার্স অনলি বিচ গোয়া- এই বিচে বিদেশের নানা জায়গা থেকে মানুষের আনাগোনা হয়। ভারতীয়দের
অরুচিকর ব্যবহারের কারণে প্রবেশে বাধা দেওয়া হয়। এখানে শুধুমাত্র ফরেন পাসপোর্ট ই ইসু করা হয়।

আরো পড়ুন: কলমের ঢাকনাতে কেন ছি’দ্র থা’কে? কারণ বে’শ অ’বা’ক করার ম’তো

৪) রেড ললিপপ হোটেল চেন্নাই- চেন্নাই এর এই হোটেলে নো ইন্ডিয়ান পলিসি খুব কঠোর ভাবে মানা হয়। এখানে ও ভারতীয়দের প্রবেশ একেবারে ই নিষিদ্ধ।

৫) ফরেইনার্স অনলি বিচ পুডুচেরি- পুডুচেরিতে অনেক বিচ আছে যেখানে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ। মালিকদের মতে বাইরে থেকে আসা টুরিস্ট দের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।