সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের এই গ্রামে বিদেশি পর্যটকদের প্র’বে’শ একদম নি’ষি’দ্ধ, এটাই নি’য়’ম এখানকার

ভারত হল একটি বৈচিত্র্যময় দেশ, দেশের সর্ব দিকে ছড়িয়ে রয়েছে বৈচিত্র্য। ভাষা থেকে শুরু করে খাওয়া দাওয়া, এদিকের মানুষের চরিত্র থেকে শুরু করে তার বেশভূষা,উত্তরে পাহাড় থেকে শুরু করে দক্ষিণের সমুদ্র সবকিছুই যেন বৈচিত্রে ভরা।

ভারতবর্ষের এই বৈচিত্র্যকে আমরা সবাই ভালবাসি। কিন্তু বিদেশীরাও কম ভালোবাসে না,যার কারণে ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন বৈচিত্রময় পরিবেশে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। প্রকৃতির সুন্দর রূপ দেখে সবাই মুগ্ধ।

প্রত্যেক বছর বিদেশি পর্যটকদের ভিড় জমায় ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্র। কেউ পাহাড় ভালোবাসে, আবার কেউ সমুদ্র। তাই তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন জায়গায় তারা ভিড় জমায়।

আরো পড়ুন:  OMG: একদিনেই ৮১ জনের মৃ’ত্যু’দ’ণ্ড কার্যকর, সকলেই জ’ঙ্গি! দা’বি সৌদি আরবের

ভারতে যদি পাহাড়ের কথা বলা যায় তাহলে সবার প্রথমেই নাম উঠে আসে উত্তরাখণ্ডের।সেই উত্তরাখণ্ডেই প্রকৃতি তার সৌন্দর্যের ডালা সাজিয়ে বসে রয়েছে। এত সৌন্দর্য যা দেখে মুগ্ধ সবাই, এখানেই প্রতিবছর বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। কিন্তু এখানে এমন একটি গ্রাম রয়েছে, এখানে প্রবেশ করার অধিকার নেই বিদেশি পর্যটকদের।

কথাটা শুনে অবাক লাগলেও, ঘটনা কিন্তু সত্যি।যদি কোনো বিদেশী পর্যটক সেখানে ঢোকার চেষ্টা করে, তাহলে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে। উত্তরাখণ্ডের গ্রামটির নাম চাকরাতা। এই গ্রামে আছে ভারতীয় সেনাদের একটি সেনা ছাউনি। ব্রিটিশ আমল থেকেই এই গ্রামটি একটি সেনা ক্যান্টনমেন্ট হিসেবেই পরিচিত।

দেরাদুনের কাছে থাকা এই ছোট্ট গ্রামটি প্রকৃতির অপরূপ শোভায় সজ্জিত। প্রকৃতির কোলে অবস্থিত এই গ্রাম যেটা একেবারেই দূষণমুক্ত।এখানে জৌনসারী জাতির লোকেরা বসবাস করে থাকে।এখানে জনপ্রিয় টুরিস্ট স্পট হল দেবগণ, চিরিমিরি, টাইগার ফলস ও আরো অনেক।