সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাওবাদীদের আ’র্থি’ক সহায়তা, NIA-এর জা’লে কলকাতার ব্যবসায়ী

মাওবাদীদের অর্থ জোগানের অভিযোগে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ-র জালে ধরা পড়ল কলকাতার এক ব্যবসায়ী। রাঁচি ইউনিটের আধিকারিকরা মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে। ট্রানজিট রিমান্ডের জন্য বুধবার তাকে কলকাতায় এনআইএ’র বিশেষ আদালতে তোলা হবে।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যবসায়ীর নাম মহেশ আগরওয়াল। আধুনিক পাওয়ার নামে একটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সে। অভিযোগ, মাওবাদীদের আর্থিক সাহায্য করে ওই ব্যবসায়ী। মঙ্গলবার রাতে মহেশ তার কলকাতায় বাড়ি থেকে বেরোচ্ছিল। ঠিক সেই সময় রাঁচি ইউনিটের আধিকারিকরা তাকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় এনআইএ আধিকারিকরা।

আজ তাকে এনআইএ আদালতে তোলা হবে। ট্রানজিট রিমান্ডে তাকে নেওয়ার আরজি জানানো হবে বলে এনআইএ সূত্রে খবর। এনআইএ’র রাঁচি ইউনিটের আধিকারিকরা মাওবাদী সংগঠনের বিরুদ্ধে তদন্ত করছেন। তদন্ত করতে গিয়ে মাওবাদী সংগঠনের সঙ্গে কলকাতার ব্যবসায়ীর যোগসূত্র নজরে আসে। তার জেরেই গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যবসায়ীকে।

তবে কী কারণে মাওবাদীদের অর্থের জোগান দিত মহেশ আগরওয়াল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে জেরা করে আরও নানা তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে।