সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’ত্ম’হ’ত্যা অভিনেত্রীর, ভু’য়ো NCB অফিসারদের হেনস্থার শি’কা’র

ভুয়ো এনসিবি আধিকারিক সেজে অভিনেত্রীকে প্রতারণার অভিযোগ উঠলো মুম্বাইতে। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করেছেন ওই অভিনেত্রী। অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও বাকি কয়েকজনের খোঁজ চলছে বলে জানানো হয়েছে। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন এনসিবি আধিকারিক সেজে মাদক মামলায় ওই অভিনেত্রীকে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছিলো অভিযুক্তরা।

সুরাজ পরদেশী এবং প্রবীণ ভালিম্বে নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে। ওই দুই যুবক অভিনেত্রীকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল। প্রথমে 40 লক্ষ টাকা দাবি করে তারা। পরে অভিনেত্রীর কাছ থেকে তারা কুড়ি লক্ষ টাকা দাবি করে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 306, 170, 420, 374, 388, 379, 506 এবং 120 বি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। পুলিশ সুত্রে খবর ওই অভিনেত্রী সম্প্রতি তার দুই বন্ধুকে নিয়ে হুক্কা পার্লারে গিয়েছিলেন। সেখানে দুই যুবক নিজেদের এনসিবি অফিসার বলে পরিচয় দেয়। পুলিশের অনুমান অভিনেত্রীর সঙ্গে থাকা বন্ধুরা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার পর মানসিক অবসাদে ভুগতে শুরু করেন ওই অভিনেত্রী। অভিযুক্তরা তাকে ব্লাকমেইল করতে থাকে। শেষমেষ গত 23 ডিসেম্বর মুম্বাইতে ভাড়া করা ফ্ল্যাটে আত্মহত্যা করেন ওই অভিনেত্রী। এদিকে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক ঘটনার পরিপ্রেক্ষিতে এনসিবির দিকে অভিযোগের আঙুল তুলছেন। তার দাবি, এনসিবি লোকেরাই মুম্বাই শহর জুড়ে তোলা আদায় করছে এই ভাবে।