সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঐতিহাসিক রা’য় দি’লো দিল্লি হাইকোর্ট, শুধু বাবার প’রি’চ’য় ন’য়, মায়ের প’দ’বী’ও নি’তে পারবে সন্তান

পিতৃপরিচয় শুধু নয়, এবার থেকে মায়ের পরিচয়েও পরিচিত হতে পারে সন্তান। সন্তান শুধু বাবার একার সম্পত্তি নয়। তার প্রতি মায়ের অধিকারও থাকে। অতএব সন্তান যদি চান তাহলে তিনি তার নিজের মায়ের পরিচয়েই পরিচিত হতে পারেন। শুক্রবার একটি মামলার পরিপ্রেক্ষিতে রায় প্রদান করতে গিয়ে এমনই বেনজির রায় দিল দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের এই রায় কার্যত শোরগোল ফেলে দিয়েছে।

এক নাবালিকা তার মায়ের পরিচয় ব্যবহার করছিল। তার বিরুদ্ধে মামলা করতে তার বাবা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি রেখা পাল্লির এজলাসে সেই মামলা উঠেছিল। অভিযোগকারীর আইনজীবীর দাবি ছিল, ওই নাবালিকা তার মায়ের পরিচয় ব্যবহার করাতে বিভিন্ন ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে। LIC, প্রভিডেন্ট ফান্ডের মতো বিষয়ের অফিশিয়াল কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এমনকি স্কুলেও মায়ের পরিচয়েই পরিচিত হয়েছেন ওই নাবালিকা।

এইসব জটিলতা দূর করার উদ্দেশ্যে নাবালিকার বাবার পরিচয় ব্যবহার করা উচিত বলে সওয়াল করেন অভিযোগকারীর তরফের আইনজীবী। তবে রায় প্রদান করার সময় বিচারপতি জানিয়ে দেন যে সন্তান বাবার একার সম্পত্তি হতে পারে না। যদি সন্তান চান তাহলে তিনি তার বাবার পরিচয় বদলে মায়ের পরিচয় ব্যবহার করতেই পারেন। তাই ওই নাবালিকার বাবার অভিযোগ ভিত্তিহীন বলে খারিজ হয়ে যায় আদালতে।

উল্লেখ্য বিগত কয়েকদিন আগেই ওই নাবালিকার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর মায়ের সঙ্গেই থাকতে শুরু করে সে। মায়ের পদবী ব্যবহার করে সব জায়গায় পরিচিত হতে শুরু করে। সেই কারণেই কার্যত মেয়ের নামের সঙ্গে নিজের পদবী জুড়ে দিয়ে তার ওপর নিজের অধিকার স্থাপন করতে চেয়ে ছিলেন নাবালিকার বাবা। তবে তার সেই ইচ্ছা অপূর্নই রয়ে গেল। বদলে দিল্লি হাইকোর্টের ভৎসনার সম্মুখীন হতে হলো তাকে।