সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রথম মেট্রোতে উঠলেন দম্পতি, নারকেল-ধূপকাটি দি’য়ে পুজো! ভিডিও দেশ’জু’ড়ে ভাইরাল

যত যুগ বদলাচ্ছে ততই প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত হচ্ছে আমাদের ভারত বর্ষ। একসময় ইংরেজ সরকার চালু করেছিলেন রেলপথ এখন সেই রেলপথ থেকে এসেছে চক্ররেল মেট্রো রেল। তবে এমন অনেক মানুষ রয়েছেন যারা হয়তো কোনদিন এই আধুনিকতার ছোঁয়া পাননি।

এবার তেমনই এক দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে অবাক হয়েছেন প্রযুক্তি নির্ভর সাধারণ মানুষ। প্রথমবার মেট্রো রেলের সফর করতে এসে এমন এক কাণ্ড ঘটালেন এক দম্পতি যা সারা ফেলে দিয়েছে। প্রথম বার মুম্বাই মেট্রোর সফর করছেন তারা। তারা জানান এর আগে কোনদিন তারা মেট্রোতে চাপেননি।

মেট্রো এবং বিমান তাদের কাছে স্বপ্নের মত। গ্রামের মানুষ প্রথমবার এই ধরনের পরিষেবা উপভোগ করতে কেমন লাগে ঠিক তেমনি অনুভব হচ্ছে তাদের। প্রথমবার মেট্রো চলছে তার সঙ্গে পুজোর সামগ্রী নিয়ে এসেছেন যাতে তাদের যাত্রা টি শুভ হয় এছাড়া মুম্বাই নতুন মেট্রো লাইনটির সাফল্য কামনায় তারা পুজো দিয়েছেন রেললাইনে।

আরো খবর: ভালোবাসার খোঁ’জে ডেটিং App-এ, অন্যকিছুই খুঁ’জে পেলেন, যুবকের জী’ব’ন বদলে গেল

কোনদিন যাতে এই মেট্রোতে দুর্ঘটনা না ঘটে, সেই আশাও করেছেন তারা ঈশ্বরের কাছে। পুজো দেওয়ার জন্য তারা সাইবাবার মন্দিরও পৌঁছে গিয়েছেন। এই ভিডিও টুইটারে পোস্ট করেছেন এক ইউজার তিনি লিখেছেন নতুন মেট্রো লাইনকে স্বাগত জানাতে পূজার সামগ্রী নিয়ে এসেছেন এই দম্পতি তাদের এই ধরনের চিন্তাভাবনাকে কুর্নিশ জানাই।

ভিডিওতে তাদের প্রশ্ন করতে দেখা যায় একজনকে তারা জানান জীবনে এই প্রথমবার ট্রেনে সফর করছেন তারা সেই জন্যই এমন ব্যবস্থা করেছেন নারকেল ও ধূপকাঠির প্যাকেট বার করে দেখিয়েছেন তারা।

তারা বলেন প্রথমবার ট্রেনে চেপে বেশ ভালো লাগছে সবাই মিলে একসাথে সাই বাবার মন্দিরে পুজো দিতে যাবেন। আশা করেন ভারতের এই মেট্রোরেল যাতে বিশ্বের দরবারে প্রশংসিত হয়।