সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিমানের টিকিটের মূ’ল্যে এই খরচও ধ’রা থা’কে, সংসদে জানালেন মন্ত্রী

অধিকাংশ বিমানবন্দরগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকেন সিআইএসএফ জওয়ান। তবে আপনি কি জানেন, সিআইএসএফ জওয়ানদের বেতনের টাকা তোলা হয় যাত্রীদের থেকে। টিকিটের মূল্যের সঙ্গেই সেই টাকা ধার্য করা থাকে।

বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডির লিখিত প্রশ্নের জবাবে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি জানান, সারা দেশের মোট ৬৫টি বিমানবন্দরে ৩০ হাজার ৯৯৬ জন জওয়ান নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, অ্যাভিয়েশন সিকিউরিটি ফি বাবদ যাত্রীদের থেকে এই টাকা নেওয়া হয়ে থাকে এবং সেই টাকা জমা হয় ন্যাশনাল অ্যাভিয়েশন সিকিউরিটি ফি ট্রাস্টে।

আরো পড়ুন: আধুনিক বাংলা গান হা’রি’য়ে গেছে রিমিক্সের রমরমায়, আ’ক্ষে’প ক’রে বললেন লোপামুদ্রা মিত্র

নিত্যানন্দ রাই পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে এই খাতে আদায় হয়েছে ১০০২.৫৬ কোটি টাকা। ২০২১-২২ অর্থবর্ষের ডিসেম্বর পর্যন্ত সময়ে আদায় হয়েছে ১৪২৭.৯২ কোটি টাকা।

নিত্যানন্দ রাই বিভিন্ন বিমানবন্দরে নিযুক্ত সিআইএসেফ জওয়ানের সংখ্যা এবং তাঁদের জন্য বাজেট বরাদ্দ উল্লেখ করেছেন। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, কলকাতা বিমানবন্দরে জওয়ানের সংখ্যা ১ হাজার ১৯৯ জন। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, তাঁদের জন্য বরাদ্দের পরিমাণ ১১২ কোটি ৫৮ লক্ষ ৯৩ হাজার ৬৮৮ টাকা।