Home বিনোদন আধুনিক বাংলা গান হা’রি’য়ে গেছে রিমিক্সের রমরমায়, আ’ক্ষে’প ক’রে বললেন লোপামুদ্রা মিত্র

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আধুনিক বাংলা গান হা’রি’য়ে গেছে রিমিক্সের রমরমায়, আ’ক্ষে’প ক’রে বললেন লোপামুদ্রা মিত্র

যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের রুচিবোধের মধ্যে পরিবর্তন এসেছে। একসময় সিনেমার গানের পাশাপাশি বিভিন্ন ধরনের নতুন গানের এলবামের গানগুলিও দর্শকরা পছন্দ করতেন।

রবীন্দ্র সংগীত, নজরুল গীতির পাশাপাশি পূজা স্পেশাল আধুনিক গানও শ্রোতারা শুনতে পছন্দ করতেন। তবে এখন আধুনিক প্রজন্মের শ্রোতারা সেসব শুনতে পছন্দ করেন না।

বর্তমানে শ্রোতাদের মধ্যে রিমিক্স শোনার প্রচলন রয়েছে। বিখ্যাত সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র এই প্রসঙ্গে মুখ খুললেন। এই প্রজন্মের শিল্পীদের এই বিষয়ে বিঁধলেন তিনি। তিনি এই প্রজন্মের শিল্পীদের গানের দিকে মন দিতে বললেন।

আরো পড়ুন: এই কমেডিয়ান করেছেন বিশ্বরেকর্ড, দৈ’নি’ক পারিশ্রমিক ল’জ্জা’য় ফে’ল’বে অন্য বলিউড তারকাদের

কাউকে পেছন থেকে ছুরি মেরে নয় বরং নিজের প্রতি বিশ্বাস রেখে নিজের জায়গা নিজেকেই অর্জন করে নিতে বললেন।এই কথাটিই লোপামুদ্রা তার একটি পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন। তবে তার থেকে বেশ কয়েক বছর পরেও কিন্তু ট্রেন্ড সেই একই রকম রয়ে গিয়েছে।

আজ সেই পরিস্থিতির পরিবর্তন এসেছে কি? লোপামুদ্রা কি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সপাটে জবাব দিলেন বর্তমান প্রজন্মের এসব কথাতে কিছু এসে যায় না। তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন যখন তিনি নব্বইয়ের দশকে গানের পেশায় এসেছিলেন তখন গান গাইলেই চলত।

আরো পড়ুন: জীবনে সা’ফ’ল্য অর্জন করতে এই গণেশ মূ’র্তি স্থা’প’ন করুন

সিনেমার গানের পাশাপাশি আধুনিক গানের চল ছিল। তখন শ্রোতারা নতুন গান শুনতে চাইতেন। নতুন গান রিলিজ হলে সেটা নিয়ে সমালোচনা বা লেখালেখি হত। আজকের দিনে সেটা এখন আর হয় না। বর্তমানে আধুনিক গান একেবারে বিলুপ্ত বলেই মনে করছেন লোপামুদ্রা।

কিছু নতুন গান রিলিজ হলেও সেই নিয়ে লেখালেখি বা সমালোচনা হয় না। তাই এখন আজকের দিনে শিল্পীদের বেঁচে থাকাটাই যুদ্ধ বলে মনে করছেন গায়িকা।