সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জীবনে সা’ফ’ল্য অর্জন করতে এই গণেশ মূ’র্তি স্থা’প’ন করুন

দেবাদিদেব মহাদেব এবং দেবী গৌরীর পুত্র শ্রী গণেশ। গণেশ সিদ্ধিদাতা, হিন্দু শাস্ত্রমতে সৌভাগ্য, সমৃদ্ধি এবং বুদ্ধিদাতা তিনি। সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কর্ম সফল হয়। তাই খুব নিষ্ঠাভরে ব্যবসায়ীরা গণেশ পুজো করে থাকেন।

বাস্তুমতে গনপতি দেবের বার হল বুধবার। বেদে উল্লেখ আছে, সিদ্ধিদাতার আশীর্বাদ ছাড়া ধর্মীয় সিদ্ধি সম্ভব নয়, তাই সমস্ত পূজার শুরুতে গণেশ পুজো হয়।

প্রতি বুধবারে গণপতিদেবের পুজো করলে ঘরের সুখ শান্তি বজায় থাকে, আর্থিক দিক থেকে সবরকম বাধা বিপত্তির জয় হয়। তাই ব্যবসায় সাফল্য পেতে ব্যবসায়ীরা গণেশ পুজোতে খুবই বিশ্বাস করেন।

আরো পড়ুন: CBI দপ্তরে নয় অ’সু’স্থ হয়ে সো’জা SSKM হাসপাতালে গেলেন অনুব্রত

অফিস হোক বা ব্যবসা, অথবা যে কোনো কাজের জায়গায় উন্নতি আনতে চাইলে সেখানে সিদ্ধিদাতা গণেশের মূর্তি অথবা ছবি রেখে পুজো করলে ফল পাবেন হাতেনাতে। তবে সিদ্ধিদাতার মূর্তি স্থাপনের সময় কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।

গণেশ মূর্তি স্থাপনের আগে সেই জায়গা পরিষ্কার করে শুদ্ধ কাপড়ে মূর্তি রেখে মন্ত্র উচ্চারন করে পুরোহিত দিয়ে পুজো করিয়ে প্রান প্রতিষ্ঠা করতে হবে। সিদ্ধিদাতার পুজো যদি নিয়ম মেনে করা যায়, তাহলে গণেশ আপনার উপর সন্তুষ্ট হবেন

। অফিসে বা দোকানের প্রবেশদ্বারে গণেশের মূর্তি প্রতিস্থাপন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ তাতে বাইরের থেকে কোনো নেগেটিভ শক্তি ঘরে প্রবেশ করতে পারেনা।

দাঁড়িয়ে রয়েছে এমন গণেশ মূর্তি অর্থাৎ যার পা মাটিতে ছুঁয়ে থাকবে এমন মূর্তি ব্যবসার স্থানে স্থাপন করুন। সাদা রঙের গণেশ মূর্তি বা গণেশের প্রতিকৃত ব্যবসার স্থানে স্থাপন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

আরো পড়ুন: হয় কোনো কিছু করুন, নয়তো রাষ্ট্রপুঞ্জই ব’ন্ধ করে দিন, নিরাপত্তা পরিষদে ক্ষো’ভ প্র’কা’শ জেলেনস্কির

প্রতিদিন গণেশ মূর্তিতে ধূপ জ্বালিয়ে ধুনো দিয়ে আরতি করে গণেশ বন্দনা করুন। মূর্তিতে লাল টিকা দিয়ে নারকেল ভেঙ্গে বাড়ির অশুভ শক্তি দূর করুন। ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে তিনবার আরতি করুন।

প্রতি বুধবার নিয়ম মেনে নিষ্ঠাভরে গণেশের ভীষণ প্রিয় খাবার লাড্ডু এবং মোদক তার সামনে দিতে পারেন। তাহলেই দেখবেন ব্যবসায় দ্রুত উন্নতি লাভ হবে।

এভাবে যদি নিয়ম মেনে প্রতি বুধবার সিদ্ধিদাতা গণেশের পুজো করা যায়, তাহল ব্যবসার উন্নতির পাশাপাশি অর্থনৈতিক সংকট থেকেও মুক্তি ঘটবে। অফিস ছাড়াও বাড়ির প্রবেশদ্বারে একটি গণেশের মূর্তি রাখা যেতে পারে।

তবে আর্থিক দিক থেকে উন্নতি করতে চাইলে সেক্ষেত্রে গণেশের মূর্তি কখনোই বেছে নেবেন না, তাতে হিতে বিপরীত হবে। অর্থনৈতিক জীবনে সঙ্কট বাড়বে বই কমবে না।