সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভু’য়ো তথ্য এবং প’রি’চয় পত্র পরি’বেশন’কারী’দের দূ’র করা’র জ’ন্য বিশেষ ব্য’ব’স্থা নি’চ্ছে কেন্দ্র সরকার

ভুয়ো তথ্য এবং পরিচয় পত্র পরিবেশনকারীদের দূর করার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র সরকার

নকল তথ্য দিয়ে জাল পরিচয় পত্র দেখিয়ে এতদিন সরকারের তরফ থেকে অনেকেই পরিষেবা নিয়েছেন। কিন্তু এবার থেকে কেন্দ্রীয় সরকার নকল তথ্য এবং পরিচয় পত্র পরিবেশনকারীদের দূর করার জন্য অন্যতম লক্ষ্যমাত্রা নিয়েছে। সমস্ত মন্ত্রকে সব কল্যাণমূলক প্রকল্পের ক্ষেত্রে একটি বিস্তৃত আলোচনা করতে চাইছে কেন্দ্র সরকার।

কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুসারে সমস্ত প্রকল্পে আধার ভিত্তিক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবহার করা হবে। নকল তথ্য এবং জাল সুবিধাভোগীদের সংখ্যা দূর করার উদ্দেশ্যে এখন লক্ষ্য নিয়েছে সরকার। গত মাসের মন্ত্রী পরিষদ সচিবালয়ের জারি করা একটি অফিস স্মারকলিপি অনুসারে সমস্ত সুবিধাভোগী ভিত্তিক কল্যাণমূলক প্রকল্পে আধার ভিত্তিক ডিবিটি ব্যবহার করে চালিত করা হবে।

সরকার এই বিষয়ে নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। ডিভিটি পোর্টালের নতুন শনাক্ত স্কিম গুলি চালু করার জন্য অনুরোধ করা হয়েছে। আর্থিক এবং অন্যান্য ভর্তু কি সুবিধা এবং পরিষেবা গুলির লক্ষ্যযুক্ত বিতরণ আইন 2016 প্রাসঙ্গিক ধারা গুলিকে এর অধীনে অবহিত করার প্রয়োজন দেখা দিয়েছে।

ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির উদ্দেশ্য হল ভর্তুকির হস্তান্তরের মাধ্যমে কল্যাণমূলক প্রকল্পগুলিতে স্বচ্ছতা আনা। অযোগ্য ব্যক্তিদের হাতে যাতে ভর্তুকি না যায় সে বিষয়ে গুরুত্ব আরোপ করা হবে।