সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইনকাম ট্যাক্স আর দি’তে হ’বে না, এই করদাতাদের বি’রা’ট ছা’ড় দিলো কেন্দ্র

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তবে বাজেটের আগেই প্রবীণ নাগরিকদের বড় উপহার দিলেন। প্রবীণ নাগরিকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে,  অর্থ মন্ত্রক ট্যুইট করে এই তথ্য জানিয়েছে। এ জন্য নিয়মের সংশোধন করা হয়েছে।

ট্যুইট অনুসারে, ৭৫ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরা, যাদের আয়ের উৎস  হিসাবে কেবল পেনশন এবং ব্যাঙ্কের সুদ রয়েছে, তারা ছাড়  পাবেন। এ ছাড়া তাদের আয়কর ফাইলের কোনো প্রয়োজন হবে না।

২০২২ সালের বাজেটের আগে আয়কর ছাড় নিয়ে আলোচনার পর্ব চলছে। চাকরিজীবীরা আয়কর স্ল্যাবে  ছাড়ের অপেক্ষায় রয়েছেন। তবে তার আগেই বয়স্কদের জন্য সুখবর এসেছে। অর্থ মন্ত্রক বলেছে যে, ৭৫ বছরের বেশি বয়সী প্রবীণদের কর ছাড় দেওয়া হয়েছে। যাদের আয় পেনশন বা ব্যাঙ্কের সুদ, তাদের ছাড় দেওয়া হবে।

আরো খবর: মরণোত্তর দে’হ’দা’ন করবেন ক্রি’মি’না’লদের ত্রা’স বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

সরকার এ জন্য আয়কর আইনে নতুন একটি ধারা যুক্ত করেছে । ৭৫ বছরের বেশি বয়সী নাগরিকদের সুবিধার জন্য, আয়কর আইন, ১৯৬১-এর নিয়ম সংশোধন করে একটি নতুন ধারা ১৯৪-P যুক্ত করা হয়েছে। ব্যাঙ্কগুলোকেও এই সংশোধনীর কথা জানানো হয়েছে।