সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাফিজ সইদের ছেলেকে স্বতন্ত্র স”ন্ত্রা’স’বা’দী ত’ক’মা দিলো কেন্দ্র

শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের ছেলে তালহা সইদকে ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ তকমা দিল ভারত। গতকাল পাক আদালত সইদকে ৩১ বছরের হাজতবাসের সাজা দিয়েছে। ঠিক তারপরই তার ছেলে সম্পর্কে এহেন বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারত।

এই নিয়ে মোট ৩২ জন সন্ত্রাসবাদীকে এই তকমা দ্বারা চিহ্নিত করা হল। এর আগে দাউদ ইব্রাহিম, মাসুদ আজহার এবং হাফিজ সইদের মতো বহু সন্ত্রাবসবাদীকে এই তকমা দিয়েছে ভারত। তালিকায় নতুন নাম উঠল হাফিজ-পুত্র তালহার।

তালহার বর্তমান বয়স ৪৬ বছর। লাহোরবাসী তালহা লস্করের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রক। বিভিন্ন দুর্নীতিমূলক কাজের সঙ্গে জড়িত সে।

আরো পড়ুন: আগামী কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টি না’ম’তে চলেছে! কোন কোন জেলা ভি’জ’বে জেনে নিন

জঙ্গি নিয়োগ থেকে শুরু করে হামলার ছক কষা ও তা কার্যকর করা, এমনকি ভারত ও আফগানিস্তানে ভারতীয় নির্মাণের উপরে হামলা চালানোর ছক কষতেও দেখা গিয়েছে তাকে।

এছাড়া দল চালানোর জন্য আর্থিক সাহায্যের বন্দোবস্তও সে করত। সেই সাথে লস্করের বিভিন্ন ঘাঁটিতে গিয়ে প্রোপাদান্ডা চালাত সে। দলের নয়া সদস্যদের মধ্যে ভারত, ইজরায়েল, আমেরিকা ও বহু পশ্চিমি দেশের বিরুদ্ধে উসকানির বীজ বপন করত সে।

অবশেষে ইউএপিএ ধারায় তালহাকে ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’র তকমা দিল কেন্দ্র। অন্যদিকে শুক্রবার সন্ত্রাসবাদী কার্যকলাপের দু’টি মামলায় তালহার বাবা হাফিজ সইদকে দোষী সাব্যস্ত করে ৩১ বছরের কারাবাসের রায় দিয়েছে পাক আদালত।

এর আগে ২০২০ সালে সন্ত্রাসবাদের একাধিক মামলায় আইএসআইয়ের আস্থাভাজন জঙ্গিনেতা হাফিজকে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের জেলের সাজাও দেওয়া হয়েছিল।

আরো পড়ুন: বিরাট চি’ন্তা’র বি’ষ’য়, মানুষের জন্য বাতাসে বি’ষা’ক্ত বা’য়ু মি’শে’ছে কয়েক কোটি টন

তবে আদালত সাজা দিলেও পাকিস্তানে ‘মুক্ত বিচরণ’ করেছে হাফিজ সইদ। এছাড়া একাধিক জনসভায় ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণও দিয়েছেন তিনি।

সইদ হলেন জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা। এবারে তার থেকে ৩ লক্ষ ৪০ হাজার টাকার জরিমানাও করা হয়েছে। সেই সাথে হাফিজের তৈরি একটি মাদ্রাসা ও মসজিদেরও দখল নেবে প্রশাসন এমনটাই জানা যাচ্ছে।