সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘরের মে’ঝে খুঁ’ড়’তে’ই বেরিয়ে এ’লো গুহা, খোঁ’জ মি’ল’লো ১০০ বছরের পু’রা’নো ইতিহাস

সম্প্রতি ব্রিটেনের একটি পুরনো বাড়ি খোদাই করে প্রায় 100 বছরের পুরনো গভীর সুড়ঙ্গ আবিষ্কার করলেন বাড়ির মালিক। ব্রিটেনের বাসিন্দা বেন ম্যান এবং তার স্ত্রী কিম্বারলি সম্প্রতি 100 বছরের পুরোনো একটি বাড়ি কিনেছিলেন। বাড়িটি 1900 সাল নাগাদ তৈরি করা হয়েছিল বলে তারা অনুমান করছেন। 2020 সালে তারা এই পুরনো বাড়ি কিনেছিলেন। বাড়িটি জরাজীর্ণ হওয়ায় তারা সেটিকে সংস্কার করতে যান।

secret room below bedroom

এই সংস্কার চলাকালীন তারা বাড়ির মেঝের খোদাই করতে গিয়ে দেখেন ঘরের মেঝের নিচে গভীর সুড়ঙ্গ রয়েছে। প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও তারা এরপর ঐ সুড়ঙ্গের ভিতরে নেমে অন্বেষণ করতে শুরু করেন। সেই সময় তাঁরা দেখেন জরাজীর্ণ ঘরের কাঠের মেঝের নিচে আস্ত একটি গুহা রয়েছে। সেই গুহার মধ্যে 39 ধাপ বিশিষ্ট মই লাগানো সিঁড়ি রয়েছে। তারা অত্যন্ত সন্তর্পণে গুহার মধ্যে প্রবেশ করেন। ভিতরে ঢুকতেই তারা একটি স্যাঁতস্যাঁতে দুর্গন্ধযুক্ত ঘরের মধ্যে এসে উপস্থিত হন।

তারা বুঝতে পারেন এই ঘরে একসময় সুরা অর্থাৎ মদ সংগ্রহ করে রাখা হতো। এই মদ এর নমুনা পরীক্ষা করে তারা নিশ্চিত হন বাড়িটি 100 বছর আগে নির্মাণ করা হয়েছে। বাড়িটি সম্পূর্ণ কাঠের দ্বারা তৈরি। দীর্ঘ দিনের পুরনো হওয়াতে কাঠের মধ্যে পচন ধরে ছিল। এছাড়া কাঠে উই পোকা বাসা বেঁধেছিল। সেই কাঠ এবং কার্পেট সরিয়ে বাড়িটিকে নতুন করে বানাতে গিয়ে তারা ইতিহাসের দরজা খুলে ফেলেন।

সোশ্যাল মিডিয়াতে তারা এই খবর প্রকাশ করেছেন। উৎসাহী মানুষজন এই বাড়ির খবর পেয়ে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন তাদের বাড়িতে। ওই দম্পতি বাড়িটি নিজেদের হাতে সংস্কার করছেন। এতে তাদের প্রচুর অর্থ সাশ্রয় হচ্ছে। পাশাপাশি তারা ইতিহাসকে জীবন্ত নিদর্শন হিসেবে তুলে ধরেছেন সকলের সামনে। বাড়ির এই গোপন গুহা ঘর তারা বিভিন্ন উপকরণের সাজিয়ে তুলেছেন।