সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইউনিভার্সিটিতে মন দিয়ে পড়াশোনা করায় পুরস্কার পেলো এই বিড়াল, মালকিনের স’ঙ্গে হ’লো “স্নাতক”

আচ্ছা বিড়ালের স্নাতক পাশ করার কথা শুনেছেন কখনও? অসম্ভব মনে হচ্ছে তো! তবে এ কোনো সিনেমার গল্প নয়। একদম বাস্তবের কাহিনী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক খবর, যাতেই নেটিজেনদের চক্ষু ছানাবড়া।

আমেরিকার অস্টিনের বাসিন্দা ফ্রান্সেসকা বোরদিয়েরের পোষ্য বিড়ালের নাম সুসি। সম্প্রতি টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন ফ্রান্সেসকা। আর সেই সাথে স্নাতক পুষ্যি বিড়ালও।

আসল ঘটনাটি হল বিভিন্ন দেশে কোভিড সংক্রমণ মাত্রাছাড়া হতেই সমস্ত স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা চলতে থাকে অনলাইনে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ও এর ব্যতিক্রম ছিল না।

আরো পড়ুন: ভা’বা যায় তেল ছাড়াই খাসির মাংস রান্না! রইলো রেসিপি

এ প্রসঙ্গে সুসির মালকিন ফ্রান্সেসকা বলেন, অনলাইন ক্লাস শুরু হওয়ার পর থেকেই তিনি যে ক’টি জুম ক্লাসে অংশ নিয়েছেন সবকটিতেই উপস্থিত ছিল সুসি। একটি ক্লাসও সে কামাই করেনি।

এমনকি তার চেয়ে অনেক বেশি সুসি মনযোগ দিয়েছে পড়াশোনায়। কারণ তার সেই মনোযোগীভাব ফুটে উঠত তার হাবভাবে।ফ্রান্সেসকার কথায় “আমরা দু’জনেই টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছি।”

সম্ভবত গোটা পৃথিবীতে একমাত্র স্নাতক বিড়াল সুসিই। আর শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অন্য পড়ুয়াদের মতোই নিয়ম মতো কালো গাউন আর মাথায় চৌকো টুপি পরে হাজির থেকে গম্ভীর মুখে সকলের সঙ্গে সে ছবি তুলেছে।

সুসির এহেন কাণ্ড মুগ্ধ করেছে বিড়ালপ্রেমীদের। সুসিকে সঙ্গে নিয়ে ফ্রান্সেসকার পোস্টে নেটিজেনরা তাদের দুজনকেই অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন। সেই পোস্টের কমেন্ট বক্স ভরে উঠেছে নানান কমেন্টে। একজন মন্তব্য করেছেন, ‘অপূর্ব ঘটনা, যা দেখে আমার সারা দিনটা সুন্দর হয়ে গেল।’