সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তমলুক থানায় এবার শুভেন্দুকে হা’জি’রা’র নো’টি’শ, এখন কি করবেন বি’রো’ধী দলনেতা?

বর্তমানে বাংলা রাজনীতির যা অবস্থা তা থেকে সাধারণ মানুষ কোন দলকে সাপোর্ট করবেন তা নিয়ে দ্বন্দ্বে পরে যাচ্ছেন। কারণ কোনো দলই দুর্নীতি মুক্ত নয়। অন্তত কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি মারফত যাদের নাম সামনে উঠছে তা থেকে এমন প্রমাণই পাওয়া যাচ্ছে। গত কয়েকমাস ধরে আমরা দেখে আসছি কিভাবে একের পর এক দুর্নীতির কারণে তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতাদের গ্রেফতার করেছে এই সংস্থাগুলি।

আর সেটা অবশ্যই যথেষ্ট প্রমাণের ভিত্তিতে। আর তার সাথে সাথে অপরদিকে রাজ্য তদন্তকারী অফিসাররা অন্যান্য একাধিক মামলায় তৎপর হয়ে উঠেছে। আর সেই কারণেই চলতি মাসে চিত্রটা একটু বদলেছে। দেখা যাচ্ছে তমলুক থানার পুলিশের তরফ থেকে জেরার জন্য তলব করা হলো বিরোধী দলনেতা তথা সৌমেন্দুর দাদা শুভেন্দু অধিকারীকে।

এর আগে সৌমেন্দু অধিকারীকেও বেশ কয়েকবার জেরা করতে ডাকা হয়েছিল এবার ডাক পড়লো শাসক বিরোধী দলের অন্যতম জনপ্রিয় নেতাকে যিনি একসময় বা বলা ভালো গত বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। আর যোগদান করার পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

আরো পড়ুন: হঠাৎ করেই তিনদিনের স’ফ’রে উত্তরবঙ্গ যা’চ্ছে’ন মমতা, ব্যাপারটা কি?

আর এবার সেই সকল মন্তব্যের জেরেই বিরোধী দলনেতাকে তলব করলো তমলুক থানা থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, এটাই প্রথম নয় এর আগেও কাঁথি পুরসভার পথবাতি মামলা এবং সারদা কাণ্ডে পরপর দুইবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে। আবারো একই সঙ্গে ডাক পাঠানো হয়েছে তাদের। কিন্তু শুভেন্দু বাবুর দিক থেকে এখনও তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন এটাই দেখার তিনি যান কিনা তমলুক থানায়।