সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হঠাৎ করেই তিনদিনের স’ফ’রে উত্তরবঙ্গ যা’চ্ছে’ন মমতা, ব্যাপারটা কি?

মমতা ব্যানার্জী এবার তিনদিনেরজন্য উত্তরবঙ্গ সফরে আসছেন, উত্তরবঙ্গের বিভিন্ন প্রশাসনিক কাজের জন্যই তার এই সফর। তবে তার এই সফরের আগেই উত্তরবঙ্গে ঘটে গেছে এক বড় দুর্ঘটনা। দশমীর দিন মালবাজারে বিসর্জনের সময় নদীতে হরফা বানের কারনে অনেকেই ভেসে যায়, যার মধ্যে কয়েকজনক এ উদ্ধার করা গেলেও বাকিদের মৃত্যু হয় বলে খবর।

ইতিমধ্যেই মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তাদের জন্য শোক জ্ঞাপন করেছিলেন মুখ্যমন্ত্রী, এবার উত্তরবঙ্গ সফরে এসে প্রথমেই তিনি সেখানেই যাচ্ছেন।

সূত্রের মাধ্যমে খবর ১৭ অক্টোবর তিনি জলপাইগুড়ির মালবাজারে যাবেন, ১৮ অক্টোবর সেখানেই তিনি বৈঠক করবেন। তারপরের দিন ১৯ অক্টোবর শিলিগুড়িতে তিনি বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন।

আরো পড়ুন: আপনি PhonePe-GPay-Paytm ব্যবহার করেন? তবে র’ই’লো দারুন খবর

সমস্ত কাজ শেষ করে তিনি ২০ অক্টোবর ফের কলকাতায় ফিরবেন। ইতিমধ্যেই হরফা বানে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তাদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন। আর যারা আহত হয়েছেন তাদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। তাদেরই এবার দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।