সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাটিগাড়া কদম’তলাতে অনু’ষ্ঠিত হল ইন্টার ফ্রন্টি’য়ার ফুট’বল চ্যাম্পি’য়ন টুর্না’মেন্টের ফাই’নাল ম্যা’চ

মাটিগাড়া কদমতলাতে অনুষ্ঠিত হল ইন্টার ফ্রন্টিয়ার ফুটবল চ্যাম্পিয়ন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ

শুক্রবার উত্তরবঙ্গ বর্ডার সিকিউরিটি ফোর্স ফ্রন্টিয়ার উদ্যোগে ইন্টার ফ্রন্টিয়ার ফুটবল চ্যাম্পিয়ন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল মাটিগাড়া কদমতলাতে অবস্থিত বিএসএফ চত্বরের দ্রৌনাচার্য খেলার মাঠে। এদিনের ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। এছাড়া উপস্থিত ছিলেন বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি রবি গান্ধী সহ অন্যান্যরা।

বিএসএফ সূত্রে জানা যায় পূর্ব পশ্চিমা অঞ্চলের মোট ১১টি দল এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে। গত সোমবার এই টুর্নামেন্টের প্রথম ম্যাচের খেলা শুরু হয়। পাঁচদিন ব্যাপি এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এদিন অনুষ্ঠিত হল। এদিন ফাইনাল ম্যাচে গুজরাট বনাম মেঘালয়ের খেলা হয়। তাতে ট্রাইবেকারে পাঁচ চার গোলে মেঘালয়কে হারিয়ে জয়ী হয় গুজরাট।

ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া বলেন বিএসএফের আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসেছি। আমার সময়ে ১৯৯৪ সালে দুরান কাপ বিএসএফের বিরুদ্ধে খেলেছিলাম। ওই সময় থেকে বিএসএফের বিভিন্ন ফুটবল প্রতিযোগিতার স্পর্শে রয়েছি।

অপরদিকে আইএসএল চলছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে বলেন যে মোহনবাগান নিশচয় ভাল টিম ভাল সেট টিম আছে ভাল কোচ আছে। কিন্তু ইস্টবেঙ্গলের অনেক সমস্যা ছিল এইবছর টিম করার জন্য। মনে হয় এই বছর স্টাগেল করবে।মোহনবাগান দ্বিতীয় ফেজে ভাল করবে।