সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যান্ডেল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর ব’দ’লে যা’চ্ছে, জানুন বিস্তারিত

পূর্ব রেলের পক্ষ থেকে এবার এক অবাক করা বিজ্ঞপ্তি, ব্যান্ডেল জংশন এর ইন্টারলকিং সিস্টেমের সাথে সাথে প্ল্যাটফর্মের নম্বর পর্যন্ত বদল হওয়ার কথা বলা হয়েছে। এতদিন ব্যান্ডেলের প্ল্যাটফর্ম নম্বর ছিল একেবারে ক্রমিক সংখ্যা অনুযায়ী।

যারা জানে তারা বলতে পারবে এতদিন এই স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর ছিল ১এ, ১বি, ১, ২, ৩, ৪ ও ৫ এই ক্রমিক অনুযায়ী। কিন্তু এটাই এবার আগামী ৩১ মে থেকে একেবারে বদলে যেতে চলেছে।

কিন্তু নাম পরিবর্তন করে কি নাম রাখা হবে? এই নিয়ে অনেকের মনেই কৌতুহল জন্মেছে। তাই এবার ব্যান্ডেল স্টেশন ম্যানেজার জানিয়েছেন কেমন কি নাম পরিবর্তন হতে চলেছে।

আরো পড়ুন: বাইশটি ঘড়িয়ালের জ’ন্ম হ’লো কোচবিহারের রশিকবিল চিড়িয়াখানায়

৫ হয়ে যাবে ৬ নম্বর প্লাটফর্ম, ৪ হয়ে যাবে ৭ নম্বর, ৩ হয়ে যাবে ৫ নম্বর, ২ হয়ে যাবে ৪ নম্বর, ১ হয়ে যাবে ৩ নম্বর, ১এ হয়ে যাবে ২ নম্বর ও ১বি হয়ে যাবে ১ নম্বর।

ব্যান্ডেল স্টেশনে এখন রুট রিলে ইন্টারলকিং, কেবিন স্থানান্তর ও থার্ড লাইন সম্প্রসারণের চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে, যার কারণেই শুক্রবার থেকে ৩ দিন এই জংশন বন্ধ রাখা হয়েছে। তার কারণেই বাতিল করা হয়েছে ৪০ জোড়া দূরপাল্লার ট্রেন ও এক্সপ্রেস।