সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৫ টা’কা বা’কি মে’টা’তে আমেরিকা থেকে ভারতে এলেন ভাই-বোন, বাদাম কাকুকে খুঁজে ধা’র শো’ধ করলেন

আজকালকার দিনে যে ভাবে একে অপরকে আমরা সবাই প্রতারণা করি সেই রকম জায়গাতে এমন একটি ঘটনা সকলের সামনে উঠে আসে যা,একান্ত ভাবে সকলের মনে বিশেষ নজর কেটেছে। শুধু মাত্র ২৫ টাকার ঋণ শোধ করার জন্যে আমেরিকা থেকে ভাই এবং বোন মিলে এসে পৌঁছায় ভারতে। এই ঋন তারা নিয়েছিলেন ১১ বছর আগে, /১১ বছর পরে এই ঋণ শোধ কর বার জন্য সেই চিনে বাদাম বিক্রেতাকে খুঁজে বের করতে বেশ কষ্টকর হয়ে দাঁড়িয়ে ছিল তাদের পক্ষে।

Now it is possible to return so started the search

২০১০ সালে দুই ভাইবোন নেই ইনামি প্রবন এবং সুচিত্রা তার বাবা মোহনের সঙ্গে এসেছিলেন অন্ধপ্রদেশের ইউ কথাপল্লি সমুদ্রসৈকতে এবং সেখানেই চিনে বাদাম বিক্রি করছিলেন সাওা নামের একজন ব্যক্তি। তার কাছ থেকেই দুই ভাইবোন চিনা বাদাম কিনে খাওয়ার পর যখন টাকা দেওয়ার কথা আসে সেই সময়ে মোহন দেখেন তার মানি ব্যাগটা ফেলে এসেছেন, এই গোটা ব্যাপারটি চিনে বাদাম বিক্রেতাকে জানালে, টাকা না নিয়েই তাদের চিনাবাদাম দিয়েছিলেন ওই বিক্রেতা।

সেই সময় মোহন জানিয়েছিলেন যে সেই ঋণ তিনি খুব তাড়াতাড়ি শোধ করে দেবেন এবং সেখানে এসে যাতে ওই চিনে বাদাম বিক্রেতাকে চিনতে পারেন তার জন্য তিনি একটি ছবিও তুলে নিয়ে যান সেই চিনে বাদাম বিক্রেতার। কিন্তু হঠাৎই মোহনকে কাজের জন্য তাকে আবার ফিরে যেতে হয় তার দেশে, অবশেষে ১১ বছর পর সেই দিনের কথা মনে পড়ে ভাই বোনের জুটি এসে পৌঁছায় ভারতে এবং অবশেষে সেই চিনে বাদাম বিক্রেতার খোঁজ শুরু করে তারা।

ওই‌ বিক্রেতাকে খুঁজে বের করতেও সোশ্যাল মিডিয়ায় সাহায্য নেন তারা। অবশেষে জানা যায় যে সাওা বর্তমানে আর বেঁচে নেই এই ঘটনাটি জানার পরেই মোহন সহ তার ছেলেমেয়েরা যথেষ্ট দুঃখ অনুভব করেন, এবং ওই ২৫ টাকার ঋণ মেটানোর জন্য সাওার পরিবারকে তারা ২৫,০০০ টাকা দেন।